Cancer Detection: দুশ্চিন্তার দিন শেষ! রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ক্যানসার?
TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী
Mar 18, 2024 | 8:00 AM
ক্যানসার যদি প্রথম পর্যায়ে চিহ্নিত হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই ক্যানসার আক্রান্ত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শেষ পর্যায়ে ধরা পড়ে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কম।
1 / 8
ক্যানসার যদি প্রথম পর্যায়ে চিহ্নিত হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই ক্যানসার আক্রান্ত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শেষ পর্যায়ে ধরা পড়ে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কম।
2 / 8
সম্প্রতি দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে জানানো রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসার চিহ্নিতকরণ পরীক্ষামূলক ভাবে সফল হয়েছে।
3 / 8
রক্তপরীক্ষা যা ফ্রি-সেল ডিএনএ ব্লাড টেস্ট (cfDNA)-এর মাধ্যমে কোলন ক্যানসার চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে।
4 / 8
রক্ত পরীক্ষার মাধ্যমে মূলত কোলন ক্যানসার চিহ্নিত করা সম্ভব হয়েছে। এতে সফলতার হার ৮৩ শতাংশ বলে উল্লেখিত হয়েছে ওই রিপোর্টে।
5 / 8
কোলনের ক্যানসার চিহ্নিত করার জন্য কোলনোস্কপিকেই গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ধরা হয়। ৯৫ শতাংশ ক্ষেত্রে কোলন ক্যানসার চিহ্নিত করতে সফল ফল পাওয়া যায়।
6 / 8
কিন্তু ফ্রি-সেল ডিএনএ ব্লাড টেস্টের মাধ্যমে কোলন ক্যানসার চিহ্নিত করা গেলে যুগান্তকারী পরবর্তন আসবে বলে মত বিশেষজ্ঞদের।
7 / 8
৪৫ থেকে ৮৪ বছর বয়সী ৮ হাজার রোগীর মধ্যে এই রক্তের মাধ্যমে ক্যানসার চেনার পরীক্ষা করা হয়েছে। তাতে ৮৩ শতাংশ সাফল্য মিলেছে।
8 / 8
তবে এখনই এই পদ্ধতিতে ক্যানসার চিহ্নিতকরণ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিষয়টি নিয়ে আরও গবেষণা চালানো হবে বলে জানা গিয়েছে।