Constipation In Kids: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাচ্ছে শিশু? স্বস্তি পেতে যা কিছু খাওয়াবেন
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 29, 2023 | 3:32 PM
Constipation: এছাড়া বেলের শরবতেও কাজ হবে। পাকা বেল কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কাজ করে। আর বেল স্বাস্থ্যের জন্যও খুব উপকারি। তাই বাচ্চাকে দিন বেলের শরবত।
1 / 8
কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। তবে এই সমস্যা যথেষ্ট কষ্টদায়ক। তবে শুধু বড়রাই নন, বাচ্চারাও কোষ্ঠকাঠিন্যের শিকার হন।
2 / 8
অনেক সময়ই বাচ্চারা এই শারীরিক কষ্টের কথা বুঝিয়ে উঠতে পারে না। ফলে মলত্য়াগের ক্ষেত্রে একটা ভয় তৈরি হয় তাদের মধ্যে।
3 / 8
এই সমস্যার সমাধান লুকিয়ে আয়ুর্বেদে। এই নিয়ম মানলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। আসুন জেনে নেওয়া যাক আয়ুর্বেদে এই বিষয়ে কী বলা রয়েছে।
4 / 8
কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটাতে বাচ্চাকে নিয়মিত ত্রিফলা দিতে পারেন। ত্রিফলা হল তিনটি ফল, আমলকি, বহেরা ও হরিতকির মিশ্রণ। এই ফল শুকনো করে গুঁড়ো করে নিয়ে খাওয়ান।
5 / 8
শিশুকে বেশি করে সবুজ শাকসবজি খাওয়ান। তাতে শিশুর স্বাস্থ্য সুরক্ষিত থাকবে ও দূর হবে কোষ্ঠকাঠিন্য়ের সমস্যাও।
6 / 8
কোষ্ঠকাঠিন্য নিরাময়ের একটি কার্যকর উপায় হল ঘি ও দুধ। এক গ্লাস দুধে এক চামচ ঘি মিশিয়ে বাচ্চাকে দিন। এতে দূর হতে বাধ্য কোষ্ঠকাঠিন্যের সমস্যা।
7 / 8
এছাড়া বেলের শরবতেও কাজ হবে। পাকা বেল কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কাজ করে। আর বেল স্বাস্থ্যের জন্যও খুব উপকারি। তাই বাচ্চাকে দিন বেলের শরবত।
8 / 8
ডুমুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েঠছে। যা কোষ্ঠকাঠিন্যের সমস্য়া মেটায়। এছাড়া হজমেও সাহায্য করে। তাই শিশুর ডায়েটে যোগ করুন ডুমুর।