Okra Water: ভাজা বা ডালনা নয়, এ ভাবে ঢ্যাঁড়শ খেলে পুরুষ হবে তেজি ঘোড়া
Okra water Benefits: ঢ্যাঁড়শ যদি বিশেষ ভাবে খাওয়া যায়, তাহলে পুষ্টি আরও বেশি পাওয়া যায়। বিশেষ করে ৩০ বছরের বেশি বয়সের পুরুষদের শরীরে তা দারুণ প্রভাব ফেলে।
1 / 8
ঢ্যাঁড়শের বিভিন্ন পদ আমরা খেয়ে থাকি। কেউ ভাজা খেতে ভালোবাসেন। তো কেউ ডালনা। কেউ আবার চচ্চড়ি বানিয়েও খান।
2 / 8
কিন্ত ঢ্যাঁড়শ যদি বিশেষ ভাবে খাওয়া যায়, তাহলে পুষ্টি আরও বেশি পাওয়া যায়। বিশেষ করে ৩০ বছরের বেশি বয়সের পুরুষদের শরীরে তা দারুণ প্রভাব ফেলে।
3 / 8
একাধিক রোগের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি শরীরকে করে তোলে সতেজ। ঘোড়ার মতো তেজি, শক্তিশালী।
4 / 8
এর জন্য ঢ্যাঁড়শ জলে ভিজিয়ে সেই জল খেতে হবে। এমন ভাবে ঢ্যাঁড়শ কেটে ভেজাতে হবে, যাতে ঢ্যাঁড়শের বীজ বাইরে আসে।
5 / 8
এই ঢ্যাঁড়শ ভেজানো জলে অ্যান্টিডায়াবিটিক গুণ রয়েছে। যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
6 / 8
হজমেও দারুণ সাহায্য করে এই জল। পেটফাঁপা, গ্যাসের সমস্যা দূর করে হজম প্রক্রিয়া ভালো করে।
7 / 8
ঢ্যাঁড়শ জলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। ঢ্যাঁড়শে থাকা ভিটামিন সি, ফ্ল্যাভিনয়েড এই কাজ করে।
8 / 8
হার্টের রোগকেও দূরে রাখতে সাহায্য করে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে। সেই পাশাপাশি হাড়ও মজবুত করে। তাই ঢ্যাঁড়শ জল খেয়ে নিয়মিত খেলে কিছুদিনের মধ্যেই ঘোড়ার মতো তেজি হয়ে উঠবেন।