Mouth Ulcer: মুখের ঘা হয়েছে? ব্যথা থেকে মুক্তি এই উপায়ে

Mar 10, 2024 | 9:00 AM

বছরের বিভিন্ন সময় অনেকেরই মুখে ঘা হয়। ঠোঁটের মধ্যে সাদা ফুসকুড়ির মতো হয়। সেই জায়গা হয়ে যায় লাল। আর লাল অংশের একেবারে মাঝখান হয়ে যায় সাদা।

1 / 8
বছরের বিভিন্ন সময় অনেকেরই মুখে ঘা হয়। ঠোঁটের মধ্যে সাদা ফুসকুড়ির মতো হয়। সেই জায়গা হয়ে যায় লাল। আর লাল অংশের একেবারে মাঝখান হয়ে যায় সাদা।

বছরের বিভিন্ন সময় অনেকেরই মুখে ঘা হয়। ঠোঁটের মধ্যে সাদা ফুসকুড়ির মতো হয়। সেই জায়গা হয়ে যায় লাল। আর লাল অংশের একেবারে মাঝখান হয়ে যায় সাদা।

2 / 8
মুখে এ রকম ঘা হলে ব্যথা হয় প্রচণ্ড। কোনও খাবার খাওয়া হয়ে যায় দুষ্কর। দাঁত মাজাও কঠিন হয়ে যায়। এ রকম হলে মোটেই অবহেলা করবেন না।

মুখে এ রকম ঘা হলে ব্যথা হয় প্রচণ্ড। কোনও খাবার খাওয়া হয়ে যায় দুষ্কর। দাঁত মাজাও কঠিন হয়ে যায়। এ রকম হলে মোটেই অবহেলা করবেন না।

3 / 8
একাধিক কারণে মুখে ঘা হতে পারে। তবে ঠিক কোন কারণে এ ঘা হয়, তা নির্দিষ্ট না হলেও  ডিহাইড্রেশন, হরমোনের সমস্যা, ভিটামিনের ঘাটতি এর কারণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদজের।

একাধিক কারণে মুখে ঘা হতে পারে। তবে ঠিক কোন কারণে এ ঘা হয়, তা নির্দিষ্ট না হলেও ডিহাইড্রেশন, হরমোনের সমস্যা, ভিটামিনের ঘাটতি এর কারণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদজের।

4 / 8
মুখে ঘায়ের জেরে ব্যথা হলে উষ্ণ গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করতে পারেন। এতে ব্যথা কিছুটা কমবে। জীবাণুও নাশ হবে।

মুখে ঘায়ের জেরে ব্যথা হলে উষ্ণ গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করতে পারেন। এতে ব্যথা কিছুটা কমবে। জীবাণুও নাশ হবে।

5 / 8
মুখের ব্যথা কমাতে এবং ঘা নিরায়মে ভালো কাজ দেয় লবঙ্গ। লবঙ্গের অ্যান্টিব্যাক্টিরিয়াল গুণ ঘা সারাতে সাহায্য করে।

মুখের ব্যথা কমাতে এবং ঘা নিরায়মে ভালো কাজ দেয় লবঙ্গ। লবঙ্গের অ্যান্টিব্যাক্টিরিয়াল গুণ ঘা সারাতে সাহায্য করে।

6 / 8
মুখের ঘায়ে জ্বালা করলে মধু লাগাতে পারেন। এতে কিছুটা আরাম হবে। দিনে কয়েক ঘণ্টা অন্তর মধু লাগালে কার্যকরী ফল পেতে পারেন।

মুখের ঘায়ে জ্বালা করলে মধু লাগাতে পারেন। এতে কিছুটা আরাম হবে। দিনে কয়েক ঘণ্টা অন্তর মধু লাগালে কার্যকরী ফল পেতে পারেন।

7 / 8
বেকিং সোডাও ঘা সাতারে উপযোগী এএক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করতে পারেন।

বেকিং সোডাও ঘা সাতারে উপযোগী এএক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করতে পারেন।

8 / 8
ঘা কমাতে হলুদও ভালো কাজ দিতে পারে। কাঁচা হলুদ বেঁটে মুখের যেখানে ঘা হয়েছে, সেখানে লাগিয়ে রাখুন। কিছু দিন এ রকম করলে ব্যথা এবং জ্বালা দুই অনেকটা কমে যাবে।

ঘা কমাতে হলুদও ভালো কাজ দিতে পারে। কাঁচা হলুদ বেঁটে মুখের যেখানে ঘা হয়েছে, সেখানে লাগিয়ে রাখুন। কিছু দিন এ রকম করলে ব্যথা এবং জ্বালা দুই অনেকটা কমে যাবে।

Next Photo Gallery