মাছ-মাংস খেতে ভাল লাগে না? এই ৫ খাবার খেলেও মিটবে প্রোটিনের ঘাটতি, সঙ্গে কমবে রোগের ঝুঁকি
Veg-Protein Foods: আমিষ খাবার না খেলে দেহে প্রোটিন মিলবে না, এমন নয়। নিরামিষ খাবার খেয়েও আপনি দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারেন। বরং, নিরামিষ খাবার খেলে আপনি কার্ডিওভাসকুলার রোগ, ক্যানসারের মতো রোগ এড়াতে পারবেন। কিন্ত কোন খাবারগুলো খাবেন, রইল টিপস।