এই গরমে মেনুতে অবশ্যই রাখুন সজনে পাতার স্যুপ, বাড়তে দেয় না প্রেসার-সুগার

Moringa Leaf Benefits: এমন অনেক সবজি আছে, যার পাতা থেকে শুরু করে কাণ্ড অনেক কিছুই কাজে লাগে। আর তেমনই একটি সবজি হল সজনে ডাঁটা। সজনে ডাঁটায় এমন অনেক পুষ্টিগুল রয়েছে, যা রক্তচাপ থেকে শুরু করে কোলেস্টেরল সমস্ত কিছুই নিয়ন্ত্রনে রাখে। কিন্তু শুধুই যে ডাঁটা শরীরের দেখভাল করে, তা কিন্তু একেবারেই নয়।

| Updated on: Mar 30, 2024 | 3:21 PM
এমন অনেক সবজি আছে, যার পাতা থেকে শুরু করে কাণ্ড অনেক কিছুই কাজে লাগে। আর তেমনই একটি সবজি হল সজনে ডাঁটা।

এমন অনেক সবজি আছে, যার পাতা থেকে শুরু করে কাণ্ড অনেক কিছুই কাজে লাগে। আর তেমনই একটি সবজি হল সজনে ডাঁটা।

1 / 8
সজনে ডাঁটায় এমন অনেক পুষ্টিগুল রয়েছে, যা রক্তচাপ থেকে শুরু করে কোলেস্টেরল সমস্ত কিছুই নিয়ন্ত্রনে রাখে। কিন্তু শুধুই যে ডাঁটা শরীরের দেখভাল করে, তা কিন্তু একেবারেই নয়।

সজনে ডাঁটায় এমন অনেক পুষ্টিগুল রয়েছে, যা রক্তচাপ থেকে শুরু করে কোলেস্টেরল সমস্ত কিছুই নিয়ন্ত্রনে রাখে। কিন্তু শুধুই যে ডাঁটা শরীরের দেখভাল করে, তা কিন্তু একেবারেই নয়।

2 / 8
পাতাকেও আপনি শরীর ভাল রাখতে কাজে লাগাতে পারেন। তার জন্য আপনি পাতার রস করেও খেতে পারেন। একটু তেঁতো হওয়ায় খেতে যে খুব একটা ভাল লাগবে, তা একেবারেই নয়।

পাতাকেও আপনি শরীর ভাল রাখতে কাজে লাগাতে পারেন। তার জন্য আপনি পাতার রস করেও খেতে পারেন। একটু তেঁতো হওয়ায় খেতে যে খুব একটা ভাল লাগবে, তা একেবারেই নয়।

3 / 8
তবে আপনি চাইলে এই পাতার স্যুপ বানিয়ে খেতে পারেন। সজনে পাতার স্যুপ স্ট্রেস, উদ্বেগ এবং মানসিক স্বাস্থ্য নিরাময়ে সাহায্য করে।

তবে আপনি চাইলে এই পাতার স্যুপ বানিয়ে খেতে পারেন। সজনে পাতার স্যুপ স্ট্রেস, উদ্বেগ এবং মানসিক স্বাস্থ্য নিরাময়ে সাহায্য করে।

4 / 8
শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এই পাতার স্যুপ শরীরে চিনির মাত্রা ঠিক রাখে। শরীরের রক্ত ​​পরিশুদ্ধ করতে সাহায্য করে। চর্মরোগেও এটি খুবই উপকারী।

শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এই পাতার স্যুপ শরীরে চিনির মাত্রা ঠিক রাখে। শরীরের রক্ত ​​পরিশুদ্ধ করতে সাহায্য করে। চর্মরোগেও এটি খুবই উপকারী।

5 / 8
তবে এটা যে স্যুপ করেই খেতে হবে, তার কোনও মানে নেই। আপনি পাতা শুকিয়ে পিষে গুঁড়ো করেও খেতে পারেন। এতেও ফল পাবেন।

তবে এটা যে স্যুপ করেই খেতে হবে, তার কোনও মানে নেই। আপনি পাতা শুকিয়ে পিষে গুঁড়ো করেও খেতে পারেন। এতেও ফল পাবেন।

6 / 8
অ্যাসিডিটি, রক্তপাত, পাইলস, ব্রণর সমস্যায় ভুগছেন তারা এই পাতার উপর ভরসা রাখতে পারেন।

অ্যাসিডিটি, রক্তপাত, পাইলস, ব্রণর সমস্যায় ভুগছেন তারা এই পাতার উপর ভরসা রাখতে পারেন।

7 / 8
রোজ নিয়ম করে যদি এই সজনে পাতার রস, গুঁড়ো খান, তাহলে অনেক চোখের রোগ থেকেও মুক্তি পাবেন।

রোজ নিয়ম করে যদি এই সজনে পাতার রস, গুঁড়ো খান, তাহলে অনেক চোখের রোগ থেকেও মুক্তি পাবেন।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...