তরমুজ নাকি হলুদ রঙের! মিষ্টি হলেও প্রচুর স্বাস্থ্যগুণে ভরা, কোথায় পাবেন?
Yellow Watermelon: এবার ধীরে ধীরে দেশ জুড়ে পারদ বাড়ছে। ফলে এখনই বাজারে তাকালে তরমুজের দেখা পাওয়া যাচ্ছে। লাল টুকটুকে হবে কি না, মিষ্টি হবে কি না, এসব প্রশ্ন করার পরে কিনেও ফেলছেন দাম দিয়ে। তবে হলুদ রঙের তরমুজ দেখেছেন কি? না বাইরেটা কিন্তু একদম সবুজ। তবে কাটার সঙ্গে সঙ্গে ভিতরটা এমন হলুদ রং বেরোয়, তা দেখলে আবার চোখ কপালে উঠতে বাধ্য।
Most Read Stories