Kishmish Health Benefits: রক্তাল্পতা, রক্তচাপের সমস্যায় ভুগছেন? এই একটি উপাদানেই হবে কেল্লাফতে
Sukla Bhattacharjee |
May 27, 2024 | 3:51 PM
Kishmish Health Benefits: কিসমিস খেলে কেবল দুর্বলভাব, মাথা ঘোরা কমে না, অনেক অসুখের ওষুধ হিসাবে কার্যকরী কিসমিস। হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে কিসমিস। তাই যাঁরা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন, তাঁরা রোজ অন্তত ৪-৫টি করে কিসমিস খান
1 / 8
কিসমিসে ভিটামিন-বি কমপ্লেক্স থেকে আয়রন, তামা ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি
2 / 8
কিসমিস গরম প্রকৃতির। তাই এটি ভিজিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। অনেকের মতে, টানা একমাস কিসমিস ভিজিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়
3 / 8
কিসমিস খেলে কেবল দুর্বলভাব, মাথা ঘোরা কমে না, অনেক অসুখের ওষুধ হিসাবে কার্যকরী কিসমিস
4 / 8
হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে কিসমিস। তাই যাঁরা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন, তাঁরা রোজ অন্তত ৪-৫টি করে কিসমিস খান
5 / 8
কিসমিসে পর্যাপ্ত মাত্রায় পটাসিয়াম রয়েছে। তাই উচ্চ রক্তচাপের সমস্য়ায় ভুগলে রোজ কিসমিস খান। উপকার পাবেন
6 / 8
পেটের সমস্যাও ভিটামিন-বি১২ -এর ঘাটতির অন্যতম কারণ। এই ভিটামিনের অভাবে কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, বদহজমের মতো সমস্যা হতে পারে। এই সমস্যাগুলি হলে অবহেলা করবেন না
7 / 8
শরীর ফিট রাখতে বিশেষজ্ঞরা প্রতিদিন কিসমিস খাওয়ার পরামর্শ দেন। কোনও খাবারের সঙ্গে হোক বা শুধু মুখে ভেজানো কিসমিস- উভয়ই স্বাস্থ্যের জন্য খুব উপকারী
8 / 8
প্রতিদিন ৪-১০টি কিসমিস খাওয়া উচিত। তবে কিসমিসে শর্করা রয়েছে। তাই ডায়াবেটিস রোগীদের কিসমিস এড়িয়ে চলা উচিত