AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prostate Cancer: দিন দিন বাড়ছে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি! বয়স ৪০ হওয়ার আগেই পুরুষদের যা জেনে রাখা উচিত

Prostate Cancer: সঠিক সময়ে ধরা পড়লে এই রোগ নিরাময় সম্ভব। প্রস্টেট ক্যানসার নিরাময়ের জন্য নানা ধরনের নতুন গবেষণাও চলছে। কী সেই সব নতুন পদ্ধতি?

| Updated on: Dec 08, 2024 | 1:30 PM
Share
গোটা বিশ্বব্যাপী পুরুষদের একটা বড় সমস্যা হল প্রস্টেট ক্যানসার। বয়সের ৪০ পেরোলেই বাড়তে থাকে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। বিশ্বব্যাপী পুরুষদের মৃত্যুর বড় কারণগুলির মধ্যে এটি একটি। বংশগত কারণে কিছু জিনগত বৈশিষ্ট্য যেমন বিআরসিএ জিন মিউটেশন এবং লিঞ্চ সিন্ড্রোম পুরুষদের এই রোগে আক্রন্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

গোটা বিশ্বব্যাপী পুরুষদের একটা বড় সমস্যা হল প্রস্টেট ক্যানসার। বয়সের ৪০ পেরোলেই বাড়তে থাকে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। বিশ্বব্যাপী পুরুষদের মৃত্যুর বড় কারণগুলির মধ্যে এটি একটি। বংশগত কারণে কিছু জিনগত বৈশিষ্ট্য যেমন বিআরসিএ জিন মিউটেশন এবং লিঞ্চ সিন্ড্রোম পুরুষদের এই রোগে আক্রন্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

1 / 9
সঠিক সময়ে ধরা পড়লে এই রোগ নিরাময় সম্ভব। প্রস্টেট ক্যানসার নিরাময়ের জন্য নানা ধরনের নতুন গবেষণাও চলছে। কী সেই সব নতুন পদ্ধতি? বিশেষজ্ঞরা বলছেন, 'টার্গেটেড থেরাপি' এই রোগ নিরাময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য চিকিৎসা পদ্ধতি। বিশেষ ওষুধের মাধ্যমে ক্যানসার কোষকে প্রভাবিত করে ক্ষতির মাত্রা কমিয়ে দেওয়া হয়। সুস্থ্য কোষের বিকাশেও সাহায্যে করে। কী কী ভাবে চিকিৎসা করা হয় প্রস্টেট ক্যানসারের?

সঠিক সময়ে ধরা পড়লে এই রোগ নিরাময় সম্ভব। প্রস্টেট ক্যানসার নিরাময়ের জন্য নানা ধরনের নতুন গবেষণাও চলছে। কী সেই সব নতুন পদ্ধতি? বিশেষজ্ঞরা বলছেন, 'টার্গেটেড থেরাপি' এই রোগ নিরাময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য চিকিৎসা পদ্ধতি। বিশেষ ওষুধের মাধ্যমে ক্যানসার কোষকে প্রভাবিত করে ক্ষতির মাত্রা কমিয়ে দেওয়া হয়। সুস্থ্য কোষের বিকাশেও সাহায্যে করে। কী কী ভাবে চিকিৎসা করা হয় প্রস্টেট ক্যানসারের?

2 / 9
PARP ইনহিবিটরস - এই পদ্ধতিতে ওষুধগুলি বিশেষ উপায়ে প্রস্টেট ক্যানসার কোষে জেনেটিক মিউটেশন ঘটায়। PARP ইনহিবিটারগুলি ক্যানসার কোষেরগুলিকে মেরে সুস্থ কোষের বিকশে সাহায্য করে।

PARP ইনহিবিটরস - এই পদ্ধতিতে ওষুধগুলি বিশেষ উপায়ে প্রস্টেট ক্যানসার কোষে জেনেটিক মিউটেশন ঘটায়। PARP ইনহিবিটারগুলি ক্যানসার কোষেরগুলিকে মেরে সুস্থ কোষের বিকশে সাহায্য করে।

3 / 9
হরমোন থেরাপি - হরমোন থেরাপির মাধ্যমে বহু দিন ধরেই প্রস্টেট ক্যানসারের চিকিৎসা করা হয়। এই পদ্ধতিতে  বিশেষ হরমোনের উৎপাদন বন্ধ করে প্রস্টেট ক্যানসার কোষের বৃদ্ধিকে রোধ করা হয়।

হরমোন থেরাপি - হরমোন থেরাপির মাধ্যমে বহু দিন ধরেই প্রস্টেট ক্যানসারের চিকিৎসা করা হয়। এই পদ্ধতিতে বিশেষ হরমোনের উৎপাদন বন্ধ করে প্রস্টেট ক্যানসার কোষের বৃদ্ধিকে রোধ করা হয়।

4 / 9
ইমিউনোথেরাপি - ইমিউনোথেরাপি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার অন্যতম হাতিয়ার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যবহার করেই রোগের চিকিৎসা করা হয়। বিশেষ ওষুধ দিয়ে ক্যানসারের ইমিউন সিস্টেমকে চিহ্নিত করে সেই পথগুলি বন্ধ করে। ফলে ক্যানসার কোষ পুষ্টি পায় না।

ইমিউনোথেরাপি - ইমিউনোথেরাপি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার অন্যতম হাতিয়ার। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যবহার করেই রোগের চিকিৎসা করা হয়। বিশেষ ওষুধ দিয়ে ক্যানসারের ইমিউন সিস্টেমকে চিহ্নিত করে সেই পথগুলি বন্ধ করে। ফলে ক্যানসার কোষ পুষ্টি পায় না।

5 / 9
প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য আরও কয়েকটি নতুন পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। তার মধ্যে অন্যতম হল প্রস্টেট ক্যানসারের ভ্যাকসিন। এই পদ্ধতিতে প্রস্টেট ক্যানসারের কোষ শনাক্ত করে। এর পর সেই অনুসারে শরীরের ইমিউন সিস্টেমকে গড়ে তোলে যা ওই সব ক্যানসার কোষগুলিকে আক্রমণ করে। সেই ভাবেই বিশেষ করে তৈরি করা হচ্ছে প্রস্টেট ভ্যাকসিন। মনে করা হচ্ছে এই ভ্যাকসিন রোগের প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে।

প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য আরও কয়েকটি নতুন পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। তার মধ্যে অন্যতম হল প্রস্টেট ক্যানসারের ভ্যাকসিন। এই পদ্ধতিতে প্রস্টেট ক্যানসারের কোষ শনাক্ত করে। এর পর সেই অনুসারে শরীরের ইমিউন সিস্টেমকে গড়ে তোলে যা ওই সব ক্যানসার কোষগুলিকে আক্রমণ করে। সেই ভাবেই বিশেষ করে তৈরি করা হচ্ছে প্রস্টেট ভ্যাকসিন। মনে করা হচ্ছে এই ভ্যাকসিন রোগের প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে।

6 / 9
হাই-ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড - এটি একপ্রকার নন-ইনভেসিভ পদ্ধতি যা আশেপাশের স্বাস্থ্যকর টিস্যুর ক্ষতি না করে প্রস্টেট ক্যানসারের টিস্যুকে ধ্বংস করতে এক বিশেষ 'ফোকাসড রে' ব্যবহার করে।

হাই-ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড - এটি একপ্রকার নন-ইনভেসিভ পদ্ধতি যা আশেপাশের স্বাস্থ্যকর টিস্যুর ক্ষতি না করে প্রস্টেট ক্যানসারের টিস্যুকে ধ্বংস করতে এক বিশেষ 'ফোকাসড রে' ব্যবহার করে।

7 / 9
ফোকাল লেজার অ্যাবলেশন - এই পদ্ধতিতে প্রথমে প্রস্টেট ক্যানসারের ছোট ছোট অংশগুলিকে চিহ্নিত করা হয়। পরে লেজার প্রযুক্তি ব্যবহার সেই অংশগুলি বা কোষগুলিকে ধ্বংস করা হয়।

ফোকাল লেজার অ্যাবলেশন - এই পদ্ধতিতে প্রথমে প্রস্টেট ক্যানসারের ছোট ছোট অংশগুলিকে চিহ্নিত করা হয়। পরে লেজার প্রযুক্তি ব্যবহার সেই অংশগুলি বা কোষগুলিকে ধ্বংস করা হয়।

8 / 9
ন্যানোটেকনোলজি - এই বিশেষ পদ্ধতি প্রস্টেট ক্যানসারের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে আরও বেশি কার্যকরী। গবেষকদের দাবি এই পদ্ধতিতে শরীরের নানা ধরনের ন্যানো পার্টিকেলের মাধ্যমে সরাসরি ক্যানসার কোষে ওষুধ সরবরাহ করা হয়। ফলে আশেপাশে তার প্রভাব কম পড়ে।

ন্যানোটেকনোলজি - এই বিশেষ পদ্ধতি প্রস্টেট ক্যানসারের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে আরও বেশি কার্যকরী। গবেষকদের দাবি এই পদ্ধতিতে শরীরের নানা ধরনের ন্যানো পার্টিকেলের মাধ্যমে সরাসরি ক্যানসার কোষে ওষুধ সরবরাহ করা হয়। ফলে আশেপাশে তার প্রভাব কম পড়ে।

9 / 9