Stroke Symptoms : শীত পড়তেই বাড়ছে স্ট্রোক, কোন কোন ইঙ্গিতে সতর্ক হবেন?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 19, 2023 | 9:00 AM

Winter Health:

1 / 8
শীত পড়লে আবহাওয়া যেমন মনোরম থাকে তার সঙ্গে অনেক রকম সমস্যাও জাঁকিয়ে বসে। আর সেই তালিকায় রয়েছে হার্টের সমস্যা থেকে স্ট্রোক। এছাড়াও বুকে কফ বসে নিউমোনিয়ার সম্ভাবনাও বাড়ে অনেকটাই

শীত পড়লে আবহাওয়া যেমন মনোরম থাকে তার সঙ্গে অনেক রকম সমস্যাও জাঁকিয়ে বসে। আর সেই তালিকায় রয়েছে হার্টের সমস্যা থেকে স্ট্রোক। এছাড়াও বুকে কফ বসে নিউমোনিয়ার সম্ভাবনাও বাড়ে অনেকটাই

2 / 8
শীতে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যায়। জেলা শহরে তাপমাত্রা ১০-১১ এর মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতায় এখন ১৪-১৫ থাকছে। আর তাতেই কাবু হয়ে পড়ছে শহরবাসী

শীতে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যায়। জেলা শহরে তাপমাত্রা ১০-১১ এর মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতায় এখন ১৪-১৫ থাকছে। আর তাতেই কাবু হয়ে পড়ছে শহরবাসী

3 / 8
কমবেশি সব হাসপাতালের ইমার্জেন্সিই এখন ব্রেন স্ট্রোকে আক্রান্ত মুমূর্ষুদের সামলাতে হিমশিম খাচ্ছে৷ চিকিৎসকরা তাই পইপই করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন সকলকে। চিকিৎসকদের আশঙ্কা শীত জাঁকিয়ে পড়লে আরও বাড়বে ব্রেন ডেথের সংখ্যা

কমবেশি সব হাসপাতালের ইমার্জেন্সিই এখন ব্রেন স্ট্রোকে আক্রান্ত মুমূর্ষুদের সামলাতে হিমশিম খাচ্ছে৷ চিকিৎসকরা তাই পইপই করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন সকলকে। চিকিৎসকদের আশঙ্কা শীত জাঁকিয়ে পড়লে আরও বাড়বে ব্রেন ডেথের সংখ্যা

4 / 8
কিন্তু কেন বাড়ছে এই ব্রেন স্ট্রোকের সমস্যা? চিকিৎসকেরা বলছেন তাপমাত্রা ১৫ এর নীচে গেলেই তখন আমাদের শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন আসে। রক্তচাপ বেড়ে যায় আর সেখান থেকেই এই বিপত্তি

কিন্তু কেন বাড়ছে এই ব্রেন স্ট্রোকের সমস্যা? চিকিৎসকেরা বলছেন তাপমাত্রা ১৫ এর নীচে গেলেই তখন আমাদের শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন আসে। রক্তচাপ বেড়ে যায় আর সেখান থেকেই এই বিপত্তি

5 / 8
অনেকের রক্তচাপ আগে থেকেই বেশি থাকে, কিন্তু নিজেরা সেই বিষয়টি নিয়ে সতর্ক থাকেন না। যে কারণে পারদ নামলেই সুগার-প্রেশার-কোলেস্টেরলের রোগীরা আচমকা অসুস্থ হয়ে পড়েন, রক্তচাপ আচমকা বাড়লেই বিপত্তি

অনেকের রক্তচাপ আগে থেকেই বেশি থাকে, কিন্তু নিজেরা সেই বিষয়টি নিয়ে সতর্ক থাকেন না। যে কারণে পারদ নামলেই সুগার-প্রেশার-কোলেস্টেরলের রোগীরা আচমকা অসুস্থ হয়ে পড়েন, রক্তচাপ আচমকা বাড়লেই বিপত্তি

6 / 8
রক্তবাহিকা সঙ্কুচিত হয়ে যায় বলে রক্তবাহিকার মধ্য থাকা ছোটখাটো ব্লকেজও এ সময়ে বড় চেহারা নেয়৷ ঠান্ডায় নরঅ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ বেড়ে যায় বলেও রক্তচাপ বাড়ে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়

রক্তবাহিকা সঙ্কুচিত হয়ে যায় বলে রক্তবাহিকার মধ্য থাকা ছোটখাটো ব্লকেজও এ সময়ে বড় চেহারা নেয়৷ ঠান্ডায় নরঅ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ বেড়ে যায় বলেও রক্তচাপ বাড়ে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়

7 / 8
শীতে আমাদের কায়িক শ্রম কমে যায় ঠান্ডার কারণে। আবার খাওয়া-দাওয়া হয় জমিয়ে। এই দুই মিলিয়ে সমস্যা অনেক বেশি হয়। তাই রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এসব নিয়ন্ত্রণে রাখতে হবে

শীতে আমাদের কায়িক শ্রম কমে যায় ঠান্ডার কারণে। আবার খাওয়া-দাওয়া হয় জমিয়ে। এই দুই মিলিয়ে সমস্যা অনেক বেশি হয়। তাই রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এসব নিয়ন্ত্রণে রাখতে হবে

8 / 8
ব্রেন স্ট্রোক মূলত ভোরের দিকে হয়। তিনটে থেকে ছ'টার মধ্যে। এই সময় বাইরের তাপমাত্রা যেমন কম থাকে তেমনই আমাদের রক্তচাপ বেশি থাকে। ফলে নিয়ম করে প্রেশারের ওষুধ খেতে হবে সেই সঙ্গে প্রেশার নিয়ন্ত্রণে রাখাও জরুরি

ব্রেন স্ট্রোক মূলত ভোরের দিকে হয়। তিনটে থেকে ছ'টার মধ্যে। এই সময় বাইরের তাপমাত্রা যেমন কম থাকে তেমনই আমাদের রক্তচাপ বেশি থাকে। ফলে নিয়ম করে প্রেশারের ওষুধ খেতে হবে সেই সঙ্গে প্রেশার নিয়ন্ত্রণে রাখাও জরুরি

Next Photo Gallery
Drinks for Cholesterol: ভয় ধরাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? এক চুমুকে গলবে জমা কোলেস্টেরল
Carrot Juice: শীতকালে বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, সকালে কোন সবজির রসে চুমুক দিলে কমবে রোগের ঝুঁকি?