Obesity Side Effects: ডায়াবেটিস থেকে ক্যানসার, যে সব রোগের দোসর আপনার বাড়তি ওজন
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 25, 2023 | 10:03 AM
Health Tips: বিশ্ব জনসংখ্যার ১৯০ কোটিরও বেশি মানুষ ওবেসিটিতে ভুগছেন। যদি কোনও মানুষের বডি মাস ইনডেক্স বা BMI ৩০-এর বেশি হয়, তাহলে বুঝবেন সেই মানুষ ওবেসিটিতে ভুগছেন। এই ওবেসিটির হাত ধরে আপনার দেহে কোন কোন রোগ বাসা বাঁধতে পারে জানেন?
1 / 8
২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ব জনসংখ্যার ১৯০ কোটিরও বেশি মানুষ ওবেসিটিতে ভুগছেন। যদি কোনও মানুষের বডি মাস ইনডেক্স বা BMI ৩০-এর বেশি হয়, তাহলে বুঝবেন সেই মানুষ ওবেসিটিতে ভুগছেন। এই ওবেসিটির হাত ধরে আপনার দেহে কোন কোন রোগ বাসা বাঁধতে পারে জানেন?
2 / 8
ওবেসিটি দেহে বেশিরভাগ অঙ্গকে প্রভাবিত করে। তার মধ্যে অন্যতম হল হার্ট। ২০১২ সালে হৃদরোগে মৃত্যুর প্রধান কারণ ছিল ওবেসিটি। দেহে ওজন বাড়লে সেখান থেকে হৃদরোগ হানা দিতে পারে।
3 / 8
ওবেসিটির হাত ধরে আপনার জীবনে থাবা বসাতে পারে টাইপ-২ ডায়াবেটিস। আর ডায়াবেটিস হল এমন এক রোগ, যা সহজে পিছু ছাড়ে না। উল্টে আপনার চোখ, পা, কিডনি নষ্ট করে দিতে পারে।
4 / 8
দেহের ওজন বাড়লে চাপ পড়ে পায়ের জয়েন্টে। হাঁটু, নিতম্বে ব্যথা, জয়েন্টে যন্ত্রণার সমস্যা বাড়ে। ওবেসিটির জন্য অস্টিওআর্থারাইটিস হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই ওজনকে বশে রাখা দরকার।
5 / 8
বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, ওবেসিটি ও ক্যানসারের মধ্যে যোগসূত্র রয়েছে। খাদ্যনালী, অগ্ন্যাশয়, কোলন, এন্ডোমেট্রিয়াম, গল ব্লাডার, স্তন ক্যানসারের পিছনে অনেকাংশে ওবেসিটি দায়ী।
6 / 8
এমনকী ওবেসিটি আপনার মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। ওবেসিটি প্রদাহ বাড়ায়, পাশাপাশি হরমোনের ভারসাম্যহীনতা কারণ হয়ে দাঁড়ায়। এর জেরে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে আপনাকে।
7 / 8
মহিলাদের মধ্যে নানা সমস্যা বাড়িয়ে তোলে ওবেসিটি। ওবেসিটি পিসিওডি, গর্ভপাত, গর্ভাবস্থায় ডায়াবেটিস এবং নানা জটিলতা বাড়িয়ে তোলে। তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখা দরকার।
8 / 8
ওবেসিটি হাঁপানি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাও বাড়িয়ে তোলে। তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন শরীরচর্চা করুন। পাশাপাশি ডায়েটে রাখুন স্বাস্থ্যকর খাবার।