Cause Of Night Sweat: রাতের বেলা ঘুমের মধ্যে দরদরিয়ে ঘামেন? জানুন কী ভয়ঙ্কর রোগের হাতছানি এটি
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 24, 2023 | 4:34 PM
Night Swats: হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ কমে গেলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হতে পারে। যেসব ডায়াবেটিস রোগীরা রাতের বেলা ইনসুলিন নেন তাঁদের এক্ষেত্রে আগাম সতর্ক থাকতে হবে।
1 / 8
সারদিনের পরিশ্রমের পর রাতে বিছানায় পিঠ ঠেকালেই ঘুমের দেশে পাড়ি দেয় মানুষ। কিন্তু ঘুমের মধ্যে কোনও কারণ ছাড়াই অত্যন্ত ঘামেন?
2 / 8
শুধু গরমে নয়, সারাবছর এই সমস্যার শিকার হন বহু মানুষ। দর-দর করে ঘেমে গোটা শরীর জল হয়ে যায়। ফলে ঘুম ভেঙে যায়।
3 / 8
এই সমস্যাকে সেভাবে গুরুত্ব দেন না কেউই। তবে জানেন কি এই লক্ষণ হাতছানি দেয় ভয়ঙ্কর রোগের। জানুন এই বিষয়ে কী বলছে গবেষণা।
4 / 8
ওয়েবমেডের মতে, ঘুমের মধ্যে অত্যধিক ঘেমে যাওয়া, ক্যানসারের অন্যতম একটি লক্ষণ। বিশেষত, লিম্ফোমা ক্যানসারের লক্ষণ এটি। আপনার যদি এই সমস্যা হয় তবে অবিলম্বে বিশেষজ্ঞর পরমার্শ নিন।
5 / 8
আরও এক গবেষণা বলছে,শরীরে সংক্রমণ হলেও ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হয়। টিউবারকুলোসিস, এন্ডোকার্ডিয়াইটিসের সংক্রমণের ফলে এই ধরনের সমস্যা হতে পারে।
6 / 8
এছাড়া শরীরে হরমোনের তারতম্য হলেও, এই ধরনের সমস্যা হতে পারে। রাতে ঘুমের মধ্যে যদি ঘামের সমস্যা হয়, তবে হরমোন পরীক্ষা করানো জরুরি।
7 / 8
কমবেশি সব মহিলাই মেনোপজ বা ঋতুবন্ধের সঙ্গে পরিচিত হন। মেনোপজের শিকার হলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হয়।
8 / 8
হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ কমে গেলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হতে পারে। যেসব ডায়াবেটিস রোগীরা রাতের বেলা ইনসুলিন নেন তাঁদের এক্ষেত্রে আগাম সতর্ক থাকতে হবে।