Overian Cancer Symptoms: পেট ফাঁপাও হতে পারে মারণরোগের লক্ষণ, জরায়ু ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলি জেনে নিন

Overian Cancer Symptoms: জরায়ু ক্যানসারের উপসর্গ প্রাথমিক অবস্থায় সেভাবে বোঝা যায় না। ফলে সচেতনতার অভাবেই বহু মহিলা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। সার্ভিকাল ক্যানসার থেকে ইউটেরিন সারকোমাও জরায়ু ক্যান্সারের ভেদ। জরায়ু ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি জানা থাকলে এবং প্রথম থেকে সচেতন হলে বিপদ এড়ানো সম্ভব। এই রোগের প্রাথমিক উপসর্গগুলি জেনে নিন।

|

May 30, 2024 | 3:31 PM

1 / 8
থাইরয়েড, ডায়াবেটিসের মতো বর্তমানে মারণরোগ ক্যানসার আক্রান্তের হারও বাড়তে শুরু করেছে। বিশেষত, নিঃশব্দে থাবা বসাচ্ছে জরায়ুর ক্যানসার। হাজার-হাজার মহিলা এই রোগে আক্রান্ত

থাইরয়েড, ডায়াবেটিসের মতো বর্তমানে মারণরোগ ক্যানসার আক্রান্তের হারও বাড়তে শুরু করেছে। বিশেষত, নিঃশব্দে থাবা বসাচ্ছে জরায়ুর ক্যানসার। হাজার-হাজার মহিলা এই রোগে আক্রান্ত

2 / 8
জরায়ু ক্যানসারের উপসর্গ প্রাথমিক অবস্থায় সেভাবে বোঝা যায় না। ফলে সচেতনতার অভাবেই বহু মহিলা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাই এই রোগকে সাইলেন্ট কিলার বলা হয়

জরায়ু ক্যানসারের উপসর্গ প্রাথমিক অবস্থায় সেভাবে বোঝা যায় না। ফলে সচেতনতার অভাবেই বহু মহিলা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাই এই রোগকে সাইলেন্ট কিলার বলা হয়

3 / 8
সার্ভিকাল ক্যানসার থেকে ইউটেরিন সারকোমাও জরায়ু ক্যান্সারের ভেদ। জরায়ু ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি জানা থাকলে এবং প্রথম থেকে সচেতন হলে বিপদ এড়ানো সম্ভব। এই রোগের প্রাথমিক উপসর্গগুলি জেনে নিন

সার্ভিকাল ক্যানসার থেকে ইউটেরিন সারকোমাও জরায়ু ক্যান্সারের ভেদ। জরায়ু ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি জানা থাকলে এবং প্রথম থেকে সচেতন হলে বিপদ এড়ানো সম্ভব। এই রোগের প্রাথমিক উপসর্গগুলি জেনে নিন

4 / 8
পেট ফাঁপা ও তলপেটে ব্যথা- জরায়ু ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল, পেট ফাঁপা ও তলপেটে ব্যথা। অ্যাসিডিটির সমস্যা মনে করে অনেকেই এই বিষয়টিতে গুরুত্ব দেন না। কিন্তু, ক্রমাগত এই সমস্যা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন

পেট ফাঁপা ও তলপেটে ব্যথা- জরায়ু ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল, পেট ফাঁপা ও তলপেটে ব্যথা। অ্যাসিডিটির সমস্যা মনে করে অনেকেই এই বিষয়টিতে গুরুত্ব দেন না। কিন্তু, ক্রমাগত এই সমস্যা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন

5 / 8
কাশির সময় রক্তপাত, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া, স্তনে ফোলাভাব, গলায় ব্যথা ও খাবার গিলতে অসুবিধা, মেনোপজের পর রক্ত পড়াও ক্যানসারের অন্যতম লক্ষণ। এগুলির কোনও একটি লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষা করান

কাশির সময় রক্তপাত, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া, স্তনে ফোলাভাব, গলায় ব্যথা ও খাবার গিলতে অসুবিধা, মেনোপজের পর রক্ত পড়াও ক্যানসারের অন্যতম লক্ষণ। এগুলির কোনও একটি লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষা করান

6 / 8
শরীর দুর্বল লাগছে? কোলেস্টেরল, ডায়াবেটিসের মাত্রাও বেশি? জয়েন্ট-পেশিতে ব্যথা অনুভব করছেন? এগুলি প্রোটিন, ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে। এরকম হলে প্রোটিন-সমৃদ্ধ খাবার খান

শরীর দুর্বল লাগছে? কোলেস্টেরল, ডায়াবেটিসের মাত্রাও বেশি? জয়েন্ট-পেশিতে ব্যথা অনুভব করছেন? এগুলি প্রোটিন, ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে। এরকম হলে প্রোটিন-সমৃদ্ধ খাবার খান

7 / 8
অনিয়মিত ঋতুচক্র- জরায়ু ক্যানসারের প্রধান উপসর্গ হল, অনিয়মিত ঋতুচক্র। অনেক সময় দু-তিন মাস অন্তর পিরিয়ডস হয় আবার অনেকের মাসে দু-বার পর্যন্ত পিরিয়ডস হতে পারে। এর সঙ্গে তলপেটে অসহ্য যন্ত্রণা হতে পারে। এরকম হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন

অনিয়মিত ঋতুচক্র- জরায়ু ক্যানসারের প্রধান উপসর্গ হল, অনিয়মিত ঋতুচক্র। অনেক সময় দু-তিন মাস অন্তর পিরিয়ডস হয় আবার অনেকের মাসে দু-বার পর্যন্ত পিরিয়ডস হতে পারে। এর সঙ্গে তলপেটে অসহ্য যন্ত্রণা হতে পারে। এরকম হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন

8 / 8
খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি অনেকটা কমানো যায়। পাশাপাশি পরিবারের কারও ক্যানসার হয়ে থাকলে বেশি সতর্ক হতে হবে। বছরে অন্তত একবার চেকাপ করানো দরকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যানসারের ঝুঁকি অনেকটা কমানো যায়। পাশাপাশি পরিবারের কারও ক্যানসার হয়ে থাকলে বেশি সতর্ক হতে হবে। বছরে অন্তত একবার চেকাপ করানো দরকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা