AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খাওয়া শুরু না শেষের ২ ঘণ্টা পর? কখন করাবেন PP Sugar Test

PP Sugar Test Timing: পোস্ট প্র্যান্ডিয়াল (পিপি) সুগার টেস্ট কখন করানো উচিত, তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকেরই মনে? খাওয়া শুরুর ২ ঘণ্টা পর? না খাওয়া শেষের ২ ঘণ্টা পর? কখন পিপি পরীক্ষা করানো উচিত? রক্ত পরীক্ষা করাতে যাওয়ার আগে জেনে নিন সঠিক তথ্য।

| Updated on: Mar 25, 2024 | 10:12 AM
Share
ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের শেষ নেই। ব্লাড সুগার মাপার পরীক্ষা নিয়েও অনেকের মনেই থাকে বিস্তর জিজ্ঞাসা।

ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের শেষ নেই। ব্লাড সুগার মাপার পরীক্ষা নিয়েও অনেকের মনেই থাকে বিস্তর জিজ্ঞাসা।

1 / 8
পোস্ট প্র্যান্ডিয়াল (পিপি) সুগার টেস্ট কখন করানো উচিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই মনে।

পোস্ট প্র্যান্ডিয়াল (পিপি) সুগার টেস্ট কখন করানো উচিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই মনে।

2 / 8
খাওয়া শুরুর ২ ঘণ্টা পর? না খাওয়া শেষের ২ ঘণ্টা পর? কখন পিপি পরীক্ষা করানো উচিত?

খাওয়া শুরুর ২ ঘণ্টা পর? না খাওয়া শেষের ২ ঘণ্টা পর? কখন পিপি পরীক্ষা করানো উচিত?

3 / 8
এ নিয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, পিপি পরীক্ষা যেদিন করাবেন, সে দিন অন্যান্য দিনের মতোই লাইফস্টাইল স্বাভাবিক রাখতে হবে।

এ নিয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, পিপি পরীক্ষা যেদিন করাবেন, সে দিন অন্যান্য দিনের মতোই লাইফস্টাইল স্বাভাবিক রাখতে হবে।

4 / 8
প্রতিদিনের মতোই ব্রেকফাস্ট করবেন। তার পর দুপুরে যে সময়ে খাবার খান সেই সময়েই খাবেন।

প্রতিদিনের মতোই ব্রেকফাস্ট করবেন। তার পর দুপুরে যে সময়ে খাবার খান সেই সময়েই খাবেন।

5 / 8
খাওয়া শুরুর ২ ঘণ্টা পর পিপি পরীক্ষার জন্য রক্ত দেওয়ার কথা জানাচ্ছেন ওই বিশেষজ্ঞ চিকিৎসক।

খাওয়া শুরুর ২ ঘণ্টা পর পিপি পরীক্ষার জন্য রক্ত দেওয়ার কথা জানাচ্ছেন ওই বিশেষজ্ঞ চিকিৎসক।

6 / 8
তবে পিপি পরীক্ষার দিন খাদ্যাভাসে পরিবর্তন না করার কখা জানাচ্ছেন চিকিৎসকরা। অন্য দিন যে রকম খাবার খান, যতটা পরিমাণে খাবার খান, পরীক্ষার দিনও তা খাওয়া উচিত।

তবে পিপি পরীক্ষার দিন খাদ্যাভাসে পরিবর্তন না করার কখা জানাচ্ছেন চিকিৎসকরা। অন্য দিন যে রকম খাবার খান, যতটা পরিমাণে খাবার খান, পরীক্ষার দিনও তা খাওয়া উচিত।

7 / 8
আর পাঁচটা দিনের মতো পরীক্ষার দিনেও জীবনযাপন এক রাখলে তবেই পিপি টেস্টের সঠিক রিপোর্ট পাওয়া সম্ভব বলে মত চিকিৎসকদের।

আর পাঁচটা দিনের মতো পরীক্ষার দিনেও জীবনযাপন এক রাখলে তবেই পিপি টেস্টের সঠিক রিপোর্ট পাওয়া সম্ভব বলে মত চিকিৎসকদের।

8 / 8