Brain Tumor: মাঝে মাঝেই ফিরে আসে মাথা ব্যথা! এই জটিল রোগের লক্ষণ নয়তো?

Brain Tumor: বিশেষ যে ব্যথা পূর্বাভাস ছাড়াই হঠাৎ হঠাৎ হানা দেয় এবং ওষুধ খেলে কমলেও আবার ফিরে ফিরে আসে তাকে নিয়ে, অবশ্যই সচেতন হওয়া উচিত। বিশেষ করে তার সঙ্গে থাকে বমি, চোখের সামনে অন্ধকার দেখা বা মাথা ঘোরার মতো লক্ষণ আরও বেশি করে সতর্ক হন।

| Updated on: Aug 12, 2024 | 12:23 PM
কম-বেশি মাথার যন্ত্রণায় ভুগি আমরা সকলেই। তবে সেটাকে বেশিরভাগ সময়ে মানসিক চাপ বা স্ট্রেসের কারণে ব্যথা বলেই এড়িয়ে যাই। কেউ কেউ আবার মাইগ্রেনের সমস্যায় ভোগেন বলে ভেবে নেন ব্যথার কারণ মাইগ্রেন।

কম-বেশি মাথার যন্ত্রণায় ভুগি আমরা সকলেই। তবে সেটাকে বেশিরভাগ সময়ে মানসিক চাপ বা স্ট্রেসের কারণে ব্যথা বলেই এড়িয়ে যাই। কেউ কেউ আবার মাইগ্রেনের সমস্যায় ভোগেন বলে ভেবে নেন ব্যথার কারণ মাইগ্রেন।

1 / 8
ব্যথা থেকে মুক্তি পেতে তাৎক্ষণিক কিছুটা একটা টোটকা মানলেই হল। টুক করে একটা ডিসপেরিন ওষুধ খেয়ে নিলেন হয়তো। একবার ব্যথা কমে গেলে সেই নিয়ে আর মাথা ঘামাই না আমরা কেউ।

ব্যথা থেকে মুক্তি পেতে তাৎক্ষণিক কিছুটা একটা টোটকা মানলেই হল। টুক করে একটা ডিসপেরিন ওষুধ খেয়ে নিলেন হয়তো। একবার ব্যথা কমে গেলে সেই নিয়ে আর মাথা ঘামাই না আমরা কেউ।

2 / 8
তবে এই অভ্যাস কিন্তু মোটে ভাল নয়। মাথা ব্যথার নানা কারণ থাকতে পারে। বিশেষ যে ব্যথা পূর্বাভাস ছাড়াই হঠাৎ হঠাৎ হানা দেয় এবং ওষুধ খেলে কমলেও আবার ফিরে ফিরে আসে তাকে নিয়ে, অবশ্যই সচেতন হওয়া উচিত। বিশেষ করে তার সঙ্গে থাকে বমি, চোখের সামনে অন্ধকার দেখা বা মাথা ঘোরার মতো লক্ষণ আরও বেশি করে সতর্ক হন।

তবে এই অভ্যাস কিন্তু মোটে ভাল নয়। মাথা ব্যথার নানা কারণ থাকতে পারে। বিশেষ যে ব্যথা পূর্বাভাস ছাড়াই হঠাৎ হঠাৎ হানা দেয় এবং ওষুধ খেলে কমলেও আবার ফিরে ফিরে আসে তাকে নিয়ে, অবশ্যই সচেতন হওয়া উচিত। বিশেষ করে তার সঙ্গে থাকে বমি, চোখের সামনে অন্ধকার দেখা বা মাথা ঘোরার মতো লক্ষণ আরও বেশি করে সতর্ক হন।

3 / 8
কারণ এই সব লক্ষণ কিন্তু কেবল মাইগ্রেন বা স্পন্দালাইটিসের ব্যথার নয়। হতে পারে তার থেকে অনেক বড় কিছু, যেমন ব্রেন টিউমারের মতো রোগ।  নিজের বা নিকট কারো এই রোগ হলে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে।

কারণ এই সব লক্ষণ কিন্তু কেবল মাইগ্রেন বা স্পন্দালাইটিসের ব্যথার নয়। হতে পারে তার থেকে অনেক বড় কিছু, যেমন ব্রেন টিউমারের মতো রোগ। নিজের বা নিকট কারো এই রোগ হলে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে।

4 / 8
তবে ব্রেন টিউমার শুনেই আগে আতঙ্কিত হবে না। বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থায় ঠিক সময়ে রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, তাহলে এই দুরারোগ্য ব্যধিকেও হারানো সম্ভব। তার জন্য প্রয়োজন নিজেদের সচেতন হওয়া। কিন্তু৭ কী করে বুঝবেন? কোন লক্ষণ দেখলে আগে পরামর্শ নেবেন চিকিৎসকের?

তবে ব্রেন টিউমার শুনেই আগে আতঙ্কিত হবে না। বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থায় ঠিক সময়ে রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, তাহলে এই দুরারোগ্য ব্যধিকেও হারানো সম্ভব। তার জন্য প্রয়োজন নিজেদের সচেতন হওয়া। কিন্তু৭ কী করে বুঝবেন? কোন লক্ষণ দেখলে আগে পরামর্শ নেবেন চিকিৎসকের?

5 / 8
ব্রেন টিউমারের অন্যতম লক্ষণ তীব্র মাথার যন্ত্রণা। তবে তার মাথাব্যথার ধরন অন্য রকমের। এ ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা করে। জ্বর বা অন্য কোনও কারণ ছাড়া হঠাৎ হঠাৎ শরীরে কাঁপুনি শুরু হতে পারে। আবার কিছুক্ষণ পর নিজে থেকেই কমে যায়। হজমের সমস্যা না হলেও বমি পায়।

ব্রেন টিউমারের অন্যতম লক্ষণ তীব্র মাথার যন্ত্রণা। তবে তার মাথাব্যথার ধরন অন্য রকমের। এ ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা করে। জ্বর বা অন্য কোনও কারণ ছাড়া হঠাৎ হঠাৎ শরীরে কাঁপুনি শুরু হতে পারে। আবার কিছুক্ষণ পর নিজে থেকেই কমে যায়। হজমের সমস্যা না হলেও বমি পায়।

6 / 8
সারা দিন ঘুম ঘুম ভাব, ঝিমুনি, আলস্য লাগা, ভুলে যাওয়া এই সব হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ। মস্তিষ্কের কোন অংশে টিউমার হয়েছে, তার উপরেও কিছু কিছু লক্ষণ নির্ভর করে। যেমন, সেরিব্রামের টেম্পোরাল লোবে টিউমার হলে দেখতে অসুবিধে হয়। অন্যত্র হলেও রয়েছে অন্য ধরনের সমস্যা। তবে সাধারণত উপরোক্ত বাকি উপসর্গগুলি সঙ্গে থাকেই। এই সমস্যা সবচেয়ে ভাল বুঝতে পারবেন আপনি নিজেই। তাই সবার আগে আপনাকেই নিজের শরীরের দিকে নজর দিতে হবে।

সারা দিন ঘুম ঘুম ভাব, ঝিমুনি, আলস্য লাগা, ভুলে যাওয়া এই সব হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ। মস্তিষ্কের কোন অংশে টিউমার হয়েছে, তার উপরেও কিছু কিছু লক্ষণ নির্ভর করে। যেমন, সেরিব্রামের টেম্পোরাল লোবে টিউমার হলে দেখতে অসুবিধে হয়। অন্যত্র হলেও রয়েছে অন্য ধরনের সমস্যা। তবে সাধারণত উপরোক্ত বাকি উপসর্গগুলি সঙ্গে থাকেই। এই সমস্যা সবচেয়ে ভাল বুঝতে পারবেন আপনি নিজেই। তাই সবার আগে আপনাকেই নিজের শরীরের দিকে নজর দিতে হবে।

7 / 8
ব্রেন টিউমার হওয়ার নির্দিষ্ট কোনও কারণ নেই। তবে কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, মোবাইল ও ইয়ার ফোনের অতিরিক্ত ব্যবহারে ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ে। কিছু কিছু রাসায়ানিকের প্রভাবেও ক্যানসার-যুক্ত ব্রেন টিউমার হওয়ার ঝুঁকি থাকে। আবার সাধারণ ভাবে বয়স বাড়ার সঙ্গেও টিউমারের ঝুঁকি অনেক বেড়ে যায়।

ব্রেন টিউমার হওয়ার নির্দিষ্ট কোনও কারণ নেই। তবে কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, মোবাইল ও ইয়ার ফোনের অতিরিক্ত ব্যবহারে ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ে। কিছু কিছু রাসায়ানিকের প্রভাবেও ক্যানসার-যুক্ত ব্রেন টিউমার হওয়ার ঝুঁকি থাকে। আবার সাধারণ ভাবে বয়স বাড়ার সঙ্গেও টিউমারের ঝুঁকি অনেক বেড়ে যায়।

8 / 8
Follow Us:
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে