Foods for Hemoglobin Deficiency: রক্তে হিমোগ্লোবিনের অভাব! এই সব খাবারে মিটবে অ্যানিমিয়ার সমস্যা
Anemia: হিমোগ্লোবিন রক্তে থাকা এক ধরনের প্রোটিন। লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেলে থাকে হিমোগ্লোবিন। ফুসফুস থেকে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে দেয় রক্ত। এই অক্সিজেন পৌঁছনোর কাজ করে হিমোগ্লোবিন।
1 / 10
হিমোগ্লোবিন রক্তে থাকা এক ধরনের প্রোটিন। লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেলে থাকে হিমোগ্লোবিন।
2 / 10
ফুসফুস থেকে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে দেয় রক্ত। এই অক্সিজেন পৌঁছনোর কাজ করে হিমোগ্লোবিন।
3 / 10
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে বলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তা হলে শরীর দুর্বল হয়ে পড়ে। অন্য সমস্যার দেখা দেয়।
4 / 10
হিমোগ্লোবিনের পরিমাণ একেবারে কমে গেলে রক্ত দিতে হয়। এবং ওষুধও খেতে হয়। কিন্তু তা অল্প কমলে খাবার খেয়েই সমস্যার সমাধান করতে পারবেন। তার জন্য এই খাবারগুলি খেতে পারেন।
5 / 10
পি প্রোটিন শেক অ্যানিমিয়ার সমস্যায় দারুণ কার্যকরী। রোজ ২০ গ্রাম এই প্রোটিন শেক খেলে উপকার পাবেন।
6 / 10
অ্যানিমিয়ার যাঁদের আছে, মিন্ট লিফ জুস অর্থাৎ মিন্ট পাতার জুস খাওয়া তাঁদের পক্ষে দারুণ উপকারী। এই পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে।
7 / 10
বিটের জুসও রক্তাল্পতার সমস্যায় দারুণ কার্যকরী। এতে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি থাকে।
8 / 10
আলুবোখরার জুসও আয়রনের ভালো উৎস। নিত্যদিনের ডায়েটে এই খাবার থাকলে অ্যানিমিয়া ঘেঁষতে পারবে না। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে তা।
9 / 10
আমন্ড বাদামেও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। সেই সঙ্গে ভিটামিন ই রয়েছে এতে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে এই বাদাম সাহায্য করে।
10 / 10
রক্তল্পতার সমস্যায় ব্রকোলি খেতে পারেন। আয়রন, ভিটামিন সি সমৃদ্ধ এই সব্জি আয়রনের শোষণে সাহায্য করে।