Tooth pain relief: দাঁতে ব্যথা থেকে মস্তিষ্কেও সংক্রমণ ছড়াতে পারে, মেনে চলুন এই উপায়গুলি
Sukla Bhattacharjee |
Feb 11, 2024 | 5:53 PM
Tooth pain: দাঁতে ব্যথা থেকে বড় শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দাঁতে ব্যথা উপেক্ষা করলে সংক্রমণ মাড়িতে, মুখে ছড়িয়ে পড়তে পারে। তারপরেও সময়মতো চিকিৎসা না করালে সংক্রমণ মস্তিষ্কে এবং রক্তপ্রবাহ-সহ সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। যা বিপজ্জনক হতে পারে।
1 / 8
শিশু থেকে বয়স্ক- সব বয়সেরই একটি কমন সমস্যা হল, দাঁতে ব্যথা। প্রাথমিকভাবে অধিকাংশ লোকই দাঁতে ব্যথাকে আমল দেন না। উপেক্ষা করে যান। যখন অতিরিক্ত যন্ত্রণা শুরু হয়, তখন চিকিৎসকের কাছে ছোটেন। কিন্তু, এই অভ্যাস মোটেও ভাল নয়
2 / 8
দাঁতে ব্যথা থেকে বড় শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দাঁতে ব্যথা উপেক্ষা করলে সংক্রমণ মাড়িতে, মুখে ছড়িয়ে পড়তে পারে। তারপরেও সময়মতো চিকিৎসা না করালে সংক্রমণ মস্তিষ্কে এবং রক্তপ্রবাহ-সহ সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। যা বিপজ্জনক হতে পারে
3 / 8
বিভিন্ন কারণে দাঁতে ব্যথা হতে পারে। এই কারণগুলি জানা থাকলে এবং তার প্রতিকার করে যথাযথ চিকিৎসা করালে প্রথমেই সংক্রমণ ঠেকানো সম্ভব। কী কী কারণে দাঁতে ব্যথা হয় এবং কীভাবে প্রতিকার করবেন জেনে নিন
4 / 8
কোনও শক্ত খাবারে কামড় দিতে গিয়ে দাঁতে আঘাত লেগে ব্যথা হতে পারে। এছাড়া খেলাধুলো করতে গিয়ে বা দুর্ঘটনার কারণে দাঁতে আঘাত লাগলেও যন্ত্রণা হতে পারে। সেক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে
5 / 8
মাড়িতে সংক্রমণের কারণেও দাঁত ও দাঁতের আশপাশে ব্যথা হয়। সেক্ষেত্রে প্রতিদিন খাবার খাওয়ার পরে ভালভাবে ব্রাশ করতে হবে। যাতে দাঁতের ফাঁকে বা দাঁতের গোড়ায় মাড়িতে খাবারের অংশ আটকে না থাকে
6 / 8
অনেকেরই মাড়িতে জ্বালাভাব দেখা দেয় বা মাড়ি থেকে রক্ত পড়ে। ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এটা হয়। এক্ষেত্রে খাবারের পর নিয়মিত দাঁত ব্রাশ করা জরুরি। এছাড়া রসুনের সঙ্গে লবঙ্গ গুঁড়ো করে ও এক চিমটে নুন মিশিয়ে দাঁতে লাগিয়ে নিন। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, এটা সংক্রমণ কমাতে সাহায্য করে
7 / 8
দাঁত ক্লেঞ্চ করলে অর্থাৎ ব্রুকসিজমের কারণেও দাঁতে ব্যথা হয়। অনেক সময় সেই ব্যথা চোয়ালে ছড়িয়ে পড়ে, এমনকি মাথা ব্যথাও শুরু হতে পারে। এই ব্যথা কমাতে পেপারমিন্ট টি ব্যাগও আক্রান্ত দাঁতের উপর দিলে ব্যথা ও মাড়ির ফোলাভাব কমে। সুরাহা না হলে চিকিৎসকের কাছে যান
8 / 8
ঠান্ডা লেগেও দাঁতের গোড়ায় ব্যথা হতে পারে, মাড়ি ফুলতে পারে। সেক্ষেত্রে উষ্ণ নুন জল দিয়ে বারবার কুলকুচি করলে দাঁত ও মাড়ির ব্যথা এবং ফোলাভাব কমে। তবে দাঁতের যন্ত্রণা বাড়তে থাকলে বা দাঁতের স্বাস্থ্য ঠিক রাখতে বছরে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নিন