High Blood Pressure: প্রেশারের ওষুধ খাওয়ার সঙ্গে এই ৫ পানীয়তে চুমুক দিন, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
Drinks for Hypertension: প্রেশারের ওষুধ রোজ খেয়ে যেতে হয়। তারপরেও স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। মানসিক চাপ কমানো থেকে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম, নিয়মিত শরীরচর্চা—প্রেশার বাড়লে এই সব বিষয়েরও খেয়াল রাখতে হয়।