Vitamin B12 Fruits: শরীরে ভিটামিন-বি১২ -এর অভাব হবে না, কেবল এই ৩টি ফল খান
Vitamin B12 Fruits: শরীরে ভিটামিন-বি১২-র অভাব হলে রক্তাল্পতার সমস্যা হয়। এছাড়া হাত, পায়ে দুর্বলতা, অসাড় ভাব হয়। এমনকি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। ভিটামিন-বি১২ -এর ঘাটতি পূরণের জন্য বাজারে অনেক সাপ্লিমেন্ট পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলি খেতে পারেন। এছাড়া কয়েকটি ফল প্রতিদিন ডায়েটে রাখলেও ভিটামিন-বি১২ -এর ঘাটতি পূরণ সম্ভব।