Fruit Diet: রাতে ফল খান? বাড়তে পারে সুগারের সমস্যা, জেনে নিন ফল খাওয়ার সঠিক সময় কখন
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 22, 2023 | 5:23 PM
Fruit Eating Time: এছাড়াও সন্ধ্য়ের পর থেকে খাবার হজমের শক্তি হ্রাস হতে থাকে। তাই ফল হজম হতে সমস্যা হয়। তাঅ রাত্রিবেলা ফল এড়িয়ে যাওয়া ভাল। যদি একান্তই খেতে ইচ্ছে হয় তবে চিনি কম ও বেশি ফাইবার যুক্ত ফল খান। যেমন-তরমুজ, নাশপাতি, কিউই ইত্যাদি।
1 / 8
পুষ্টিগুণে সম্পন্ন ফল(Fruits) শরীরের জন্য ভীষণই উপকারী। সুস্থ থাকতে নিয়মিত অন্তত ২ টো করে ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।
2 / 8
চিকিৎসকের কথা মেনে নিয়মিত ফল অনেকেই খান। তবে ফল খাওয়ার সঠিক সময় রয়েছে। তা মেনে না চললেই হিতে-বিপরীত হতে পারে। জেনে নিন কখন ফল খেতে হবে...
3 / 8
বিশেষজ্ঞদের মতে ফল খাওয়ার উপযুক্ত সময় হল সকাল। এক্ষেত্রে ব্রেকফাস্টে ফল খান। ব্রেকফাস্টে ফল খেলে অন্ত্রের উপর ভালো প্রভাব পড়ে। যার ফলে হজমও ভাল হয়।
4 / 8
অবশ্যই শুধু ফল নয়, অন্য়ান্য খাবারের সঙ্গে ফল খেতে হবে। আর আপনি যদি ফিটনেস ফ্রিক হন তবে শরীরচর্চা করার আগে বা পরে ফল খান। এতে উপকার পাবেন।
5 / 8
খালি পেটে জল, ভরা পেটে ফল এই প্রচলিত ভ্রান্ত ধারণা পুষে রাখার কোনও প্রয়োজন নেই। ভরা পেটে ফল খাওয়া একেবারেই চলবে না।
6 / 8
খাবার খাওয়ার অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট ফল খেতে পারেন। শুধু তাই নয়, একেবারেই পেট ভরে ফল নয়, পরিমাণ বুঝে খান। নইলে খাবার হজমে সমস্যা হতে পারে।
7 / 8
লাইফস্টাইল কোচ Luke Coutinho-এর মতে রাতে ফল খেলে শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভবনা দেখা দেয়। ঘুমের সমস্যা হয়। তাই রাতে ফল না খাওয়াই ভাল।
8 / 8