রোজ তীব্র আওয়াজে ভাঙছে গভীর ঘুম, বিগড়ে যাচ্ছে ব্রেন

Sleeping Tips: বিশেষজ্ঞদের মতে, ঘুমন্ত কোনও ব্যক্তিকে যখনই জোরে ডাকা হয়, তখন মস্তিষ্কের উপর চাপ পড়ে। ফলে পরবর্তীকালে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। আপনি যখনই কাউকে ঘুমোতে দেখবেন, তাকে হঠাৎ করে জাগাবেন না। এমনকী যদি আপনার সঙ্গেও এমন কেউ করে, তবে তাকে সাবধান করে দেওয়াই শ্রেয়।

| Updated on: Feb 06, 2024 | 2:18 PM
গভীর ঘুম ঘুমচ্ছেন। আর হঠাৎ করে কেউ খুব জোরে আওয়াজ করে আপনাকে ডেকে দিল। ফলে আপনি তার আওয়াজে ধরফরিয়ে উঠে গেলেন। এমনটা নিশ্চয়ই অনেকবার হয়েছে।

গভীর ঘুম ঘুমচ্ছেন। আর হঠাৎ করে কেউ খুব জোরে আওয়াজ করে আপনাকে ডেকে দিল। ফলে আপনি তার আওয়াজে ধরফরিয়ে উঠে গেলেন। এমনটা নিশ্চয়ই অনেকবার হয়েছে।

1 / 8
কিন্তু এবার থেকে কেউ এমনটা করলে, তাকে সাবধান করুন। বিশেষজ্ঞদের মতে, ঘুমন্ত কোনও ব্যক্তিকে যখনই জোরে ডাকা হয়, তখন মস্তিষ্কের উপর চাপ পড়ে। ফলে পরবর্তীকালে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

কিন্তু এবার থেকে কেউ এমনটা করলে, তাকে সাবধান করুন। বিশেষজ্ঞদের মতে, ঘুমন্ত কোনও ব্যক্তিকে যখনই জোরে ডাকা হয়, তখন মস্তিষ্কের উপর চাপ পড়ে। ফলে পরবর্তীকালে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

2 / 8
বিশেষজ্ঞদের মতে, যখন কেউ গভীর ঘুমে থাকে তখন তার মস্তিষ্ক খুব সক্রিয় থাকে। ঘুমের সময়, মস্তিষ্ক অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন শরীরের কোষ সচল রাখা এবং নতুন স্মৃতিকে সংরক্ষণ করা।

বিশেষজ্ঞদের মতে, যখন কেউ গভীর ঘুমে থাকে তখন তার মস্তিষ্ক খুব সক্রিয় থাকে। ঘুমের সময়, মস্তিষ্ক অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন শরীরের কোষ সচল রাখা এবং নতুন স্মৃতিকে সংরক্ষণ করা।

3 / 8
দেহের ওজনের সঙ্গে ঘুমের বিশেষ সম্পর্ক রয়েছে। পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। ফলে খিদে বেড়ে যায় এবং জাঙ্ক ফুডের প্রতি আসক্তি আসে। আর এগুলি খেলে ওজন বাড়ে। তাই ওজন কমাতে দিনে ৬-৭ ঘণ্টা ঘুমানো উচিত

দেহের ওজনের সঙ্গে ঘুমের বিশেষ সম্পর্ক রয়েছে। পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। ফলে খিদে বেড়ে যায় এবং জাঙ্ক ফুডের প্রতি আসক্তি আসে। আর এগুলি খেলে ওজন বাড়ে। তাই ওজন কমাতে দিনে ৬-৭ ঘণ্টা ঘুমানো উচিত

4 / 8
একটা সময় পরে রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কের ভিতরেই রক্তপাত শুরু হয়, যাকে ব্রেন হেমারেজ বলে। কখনও কখনও মস্তিষ্ক এতটাই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় যে, ব্যক্তি অক্ষম হয়ে যেতে পারে বা এমনকি মারাও যেতে পারে।

একটা সময় পরে রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কের ভিতরেই রক্তপাত শুরু হয়, যাকে ব্রেন হেমারেজ বলে। কখনও কখনও মস্তিষ্ক এতটাই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় যে, ব্যক্তি অক্ষম হয়ে যেতে পারে বা এমনকি মারাও যেতে পারে।

5 / 8
অনেক সময় মস্তিষ্কের যে কোনও স্নায়ুতে ব্লকেজ থাকলে ব্রেন হেমারেজ হয়। এই ব্লকেজ মস্তিষ্কে রক্ত প্রবাহ করতে পারে না। মস্তিষ্কের অংশ বা সমস্ত কাজ বন্ধ করে দিতে পারে।

অনেক সময় মস্তিষ্কের যে কোনও স্নায়ুতে ব্লকেজ থাকলে ব্রেন হেমারেজ হয়। এই ব্লকেজ মস্তিষ্কে রক্ত প্রবাহ করতে পারে না। মস্তিষ্কের অংশ বা সমস্ত কাজ বন্ধ করে দিতে পারে।

6 / 8
যদি এই ব্লকেজটি খোলা না হয়, তবে এটি শিরা ফেটে যেতে পারে, অর্থাৎ ব্রেন হেমারেজ (Brain Hemorrhage) হতে পারে। ব্রেন হেমারেজ এই রোগের শেষ পর্যায়। আর তা এই ঘুম থেকে হঠাৎ জাগার কারণেও হতে পারে।

যদি এই ব্লকেজটি খোলা না হয়, তবে এটি শিরা ফেটে যেতে পারে, অর্থাৎ ব্রেন হেমারেজ (Brain Hemorrhage) হতে পারে। ব্রেন হেমারেজ এই রোগের শেষ পর্যায়। আর তা এই ঘুম থেকে হঠাৎ জাগার কারণেও হতে পারে।

7 / 8
অনিয়মিত জীবনযাত্রা, পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত ধূমপান ও মদ্যপান অ্যসিডিটি হওয়ার অন্যতম কারণ। এছাড়া গ্যাস্ট্রো সমস্যা বা লিভার আলসার থাকলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়

অনিয়মিত জীবনযাত্রা, পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত ধূমপান ও মদ্যপান অ্যসিডিটি হওয়ার অন্যতম কারণ। এছাড়া গ্যাস্ট্রো সমস্যা বা লিভার আলসার থাকলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...