Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2021: আইপিএলে ভাইরাল হওয়া ছবির কোলাজ

মরুশহরের আইপিএলে (IPL) দর্শক ফিরেছে গ্যালারিতে। আইপিএল চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন তাঁদের পরিবারও। ম্যাচ চলাকালীন বিভিন্ন মুহূর্ত ভাইরাল হয়ে থাকে। গ্যালারিতে ভক্তদের উচ্ছ্বাস, ক্রিকেটারদের জেতার খুশি, বা অন্য কোনও কাণ্ডকারখানা কোনও কিছুই বাদ যায় না টেলিভিশন ক্যামেরায়। এ বারের আইপিএলেও বেশ কিছু দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে। ছবিতে দেখুন আরব দেশের আইপিএলে ভাইরাল হওয়া পাঁচ মুহূর্ত...

| Edited By: | Updated on: Oct 10, 2021 | 3:45 PM
কাইল জেমিসনের অন্য ম্যাচ- মরুশহরে আইপিএলে আরসিবির প্রথম ম্যাচ চলাকালীন মাঠে আরসিবির যখন খারাপ অবস্থা তখন মাঠের বাইরে ম্যাসেজ থেরাপিস্ট নভনীতা গৌতমের (Navnita Gautam) দিকে তাকিয়েছিলেন আরসিবির ক্রিকেটার কাইল জেমিসন (Kyle Jamieson)। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় সেই ছবি। এই ভাইরাল ছবিতে টুইটারে একটাই কমন কমেন্ট নজরে পড়ে, 'তিনি এক অন্য ম্যাচ খেলছেন'।

কাইল জেমিসনের অন্য ম্যাচ- মরুশহরে আইপিএলে আরসিবির প্রথম ম্যাচ চলাকালীন মাঠে আরসিবির যখন খারাপ অবস্থা তখন মাঠের বাইরে ম্যাসেজ থেরাপিস্ট নভনীতা গৌতমের (Navnita Gautam) দিকে তাকিয়েছিলেন আরসিবির ক্রিকেটার কাইল জেমিসন (Kyle Jamieson)। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় সেই ছবি। এই ভাইরাল ছবিতে টুইটারে একটাই কমন কমেন্ট নজরে পড়ে, 'তিনি এক অন্য ম্যাচ খেলছেন'।

1 / 5
এবিডির ছেলের হতাশা- মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে এবি ডে ভিলিয়ার্সকে (AB de Villiers) জশপ্রীত বুমরা আউট করার পরই টিভি ক্যামেরায় ধরা পড়ে এবিডির ছেলে তীব্র হতাশা প্রকাশ করছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।

এবিডির ছেলের হতাশা- মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে এবি ডে ভিলিয়ার্সকে (AB de Villiers) জশপ্রীত বুমরা আউট করার পরই টিভি ক্যামেরায় ধরা পড়ে এবিডির ছেলে তীব্র হতাশা প্রকাশ করছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য।

2 / 5
হাসিমুখে বিরাট-মাহি - কিছুদিন পরই টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়ক কোহলির সঙ্গে মেন্টরের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। তার আগে আইপিএলে প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল বিরাটের আরসিবি ও ধোনির চেন্নাই। ম্যাচের আগে টসের সময় ফটোসেশনে ধোনি-বিরাটকে হাসিমুখে কথাবার্তা বলতে দেখা যায়। আর সেই চোখ জুড়ানো ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

হাসিমুখে বিরাট-মাহি - কিছুদিন পরই টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়ক কোহলির সঙ্গে মেন্টরের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। তার আগে আইপিএলে প্রতিদ্বন্দ্বী হিসেবে ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল বিরাটের আরসিবি ও ধোনির চেন্নাই। ম্যাচের আগে টসের সময় ফটোসেশনে ধোনি-বিরাটকে হাসিমুখে কথাবার্তা বলতে দেখা যায়। আর সেই চোখ জুড়ানো ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

3 / 5
জিভার প্রার্থনা- দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারিতে মা সাক্ষীর কোলে বসেই চেন্নাইয়ের জয়ের জন্য প্রার্থনা করতে থাকেন মাহিকন্য জিভা (Ziva Singh Dhoni)। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুর্ভাগ্যবশত সেই ম্যাচে পন্থের দিল্লির কাছে হারতে হয় ধোনির চেন্নাইকে।

জিভার প্রার্থনা- দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন ভিআইপি গ্যালারিতে মা সাক্ষীর কোলে বসেই চেন্নাইয়ের জয়ের জন্য প্রার্থনা করতে থাকেন মাহিকন্য জিভা (Ziva Singh Dhoni)। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুর্ভাগ্যবশত সেই ম্যাচে পন্থের দিল্লির কাছে হারতে হয় ধোনির চেন্নাইকে।

4 / 5
প্রেমিকাকে দীপক চাহারের বিয়ের প্রস্তাব- পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭ অক্টোবরের ম্যাচে চেন্নাই সুপার কিংস হারলেও ওই ম্যাচে অন্যভাবে জিতেছেন সিএসকের দীপক চাহার। ম্যাচের শেষ তিনি তাঁর বান্ধবীকে দুবাইয়ের গ্যালারিতে বিয়ের প্রস্তাব দেন। দীপক চাহারের সিড়িতে হাঁটু মুড়ে বসে আংটি বের করে প্রেমিকাকে প্রপোজ করার দৃশ্যও রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

প্রেমিকাকে দীপক চাহারের বিয়ের প্রস্তাব- পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭ অক্টোবরের ম্যাচে চেন্নাই সুপার কিংস হারলেও ওই ম্যাচে অন্যভাবে জিতেছেন সিএসকের দীপক চাহার। ম্যাচের শেষ তিনি তাঁর বান্ধবীকে দুবাইয়ের গ্যালারিতে বিয়ের প্রস্তাব দেন। দীপক চাহারের সিড়িতে হাঁটু মুড়ে বসে আংটি বের করে প্রেমিকাকে প্রপোজ করার দৃশ্যও রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

5 / 5
Follow Us: