FIFA World Cup 2022: বেলদের সমর্থনে গ্যালারিতে গলা ফাটাবেন ওয়েলসের সুন্দরী ওয়াগসরা

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষের দিকে। ১৯৫৮ সালের পর দ্বিতীয় বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে গ্যারেথ বেলের দল। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ওয়েলসের। সেই ম্যাচে গ্যালারিতে বেলদের জন্য গলা ফাটাবেন ওয়েলসের সুন্দরী ওয়াগসরা।

| Edited By: | Updated on: Nov 29, 2022 | 5:12 PM
 কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষের দিকে। ১৯৫৮ সালের পর দ্বিতীয় বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে গ্যারেথ বেলের দল। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ওয়েলসের। সেই ম্যাচে গ্যালারিতে বেলদের জন্য গলা ফাটাবেন ওয়েলসের সুন্দরী ওয়াগসরা।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষের দিকে। ১৯৫৮ সালের পর দ্বিতীয় বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে গ্যারেথ বেলের দল। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ওয়েলসের। সেই ম্যাচে গ্যালারিতে বেলদের জন্য গলা ফাটাবেন ওয়েলসের সুন্দরী ওয়াগসরা।

1 / 6
ওয়েলসদের সমর্থন করার জন্য ড্রাগনসদের সুন্দরী ওয়াগসরা আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে হাজির থাকবেন। কাতারে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের সঙ্গে থাকতে পারছেন না তাঁদের স্ত্রী-বান্ধবীরা। গ্যালারিতে কিন্তু তাঁদের প্রবেশের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।

ওয়েলসদের সমর্থন করার জন্য ড্রাগনসদের সুন্দরী ওয়াগসরা আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে হাজির থাকবেন। কাতারে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের সঙ্গে থাকতে পারছেন না তাঁদের স্ত্রী-বান্ধবীরা। গ্যালারিতে কিন্তু তাঁদের প্রবেশের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।

2 / 6
ওয়েলসের তারকা ফুটবলার অ্যারন রেমসের স্ত্রী কোলিন রেমসেকে দেখা যায় তাঁর স্বামী ম্যাচ চলাকালীন গ্যালারিতে। আজও তাঁকে দেখা যাবে ড্রাগসনদের ম্যাচ দেখতে। ইন্সটাগ্রাম স্টোরিতে কোলিন দোহা যাওয়ার ছবি শেয়ার করেছেন। অ্যারনের স্ত্রীর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় তিনি খাবার দাবারের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়। অ্যারন ও কোলিনের তিন পুত্র সন্তান রয়েছে।

ওয়েলসের তারকা ফুটবলার অ্যারন রেমসের স্ত্রী কোলিন রেমসেকে দেখা যায় তাঁর স্বামী ম্যাচ চলাকালীন গ্যালারিতে। আজও তাঁকে দেখা যাবে ড্রাগসনদের ম্যাচ দেখতে। ইন্সটাগ্রাম স্টোরিতে কোলিন দোহা যাওয়ার ছবি শেয়ার করেছেন। অ্যারনের স্ত্রীর ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় তিনি খাবার দাবারের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়। অ্যারন ও কোলিনের তিন পুত্র সন্তান রয়েছে।

3 / 6
ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেলের দীর্ঘদিনের পরিচিত এমা রায়াস জোনস। বেলের রোলার-কোস্টার কেরিয়ারে তিনি পাশে পেয়েছেন এমাকে। ২০১৯ সালের জুন মাসে বেল ও এমার বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। বেলের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির থাকেন এমা। সঙ্গে থাকে তাঁদের সন্তানরাও।

ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেলের দীর্ঘদিনের পরিচিত এমা রায়াস জোনস। বেলের রোলার-কোস্টার কেরিয়ারে তিনি পাশে পেয়েছেন এমাকে। ২০১৯ সালের জুন মাসে বেল ও এমার বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। বেলের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির থাকেন এমা। সঙ্গে থাকে তাঁদের সন্তানরাও।

4 / 6
ওয়েলসের তারকা ফরোয়ার্ড কিফের মুরের বাগদত্তা সুন্দরী শার্লট রাসেলকে (Charlotte Russell) দেখা যেতে পারে আজ কাতারের গ্যালারিতে। মুরের বান্ধবী পেশায় মডেল।

ওয়েলসের তারকা ফরোয়ার্ড কিফের মুরের বাগদত্তা সুন্দরী শার্লট রাসেলকে (Charlotte Russell) দেখা যেতে পারে আজ কাতারের গ্যালারিতে। মুরের বান্ধবী পেশায় মডেল।

5 / 6
ওয়েলসের ফরোয়ার্ড ড্যানিয়েল জেমসকে সমর্থন করতে গ্যালারি হাজির থাকতে পারেন তাঁর বান্ধবী। মাইকানোসে চলতি বছরে ছেলেবেলার বান্ধবী রিয়া হিউজকে প্রপোজ করেছেন ড্যান জেমস।

ওয়েলসের ফরোয়ার্ড ড্যানিয়েল জেমসকে সমর্থন করতে গ্যালারি হাজির থাকতে পারেন তাঁর বান্ধবী। মাইকানোসে চলতি বছরে ছেলেবেলার বান্ধবী রিয়া হিউজকে প্রপোজ করেছেন ড্যান জেমস।

6 / 6
Follow Us: