AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High tide in Digha: নিম্নচাপ আর ভরা কোটালে ফুঁসছে সমুদ্র, কী পরিস্থিতি দিঘায়? দেখুন ছবিতে

High tide in Digha: নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বাড়ছে জলোচ্ছ্বাস। গত রবিবার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান এক পর্যটক।

| Edited By: | Updated on: Aug 10, 2022 | 11:36 AM
Share
পর্যটন কেন্দ্রগুলোতে বিশেষ নজর রয়েছে দিঘা, মন্দারমনি, জুনপুটের কোস্টাল থানাগুলির। মাইকিং করা হচ্ছে। তৈরি রয়েছেন লুনিয়াও। গত রবিবারই এক পর্যটক দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান।

পর্যটন কেন্দ্রগুলোতে বিশেষ নজর রয়েছে দিঘা, মন্দারমনি, জুনপুটের কোস্টাল থানাগুলির। মাইকিং করা হচ্ছে। তৈরি রয়েছেন লুনিয়াও। গত রবিবারই এক পর্যটক দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান।

1 / 6

তবে এই বৃষ্টি কৃষকদের কাছে আনন্দের। অনেকেই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। তাই এই নিম্নচাপে কিছুটা হলেও স্বস্তি পেলেন কৃষকরা।

তবে এই বৃষ্টি কৃষকদের কাছে আনন্দের। অনেকেই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। তাই এই নিম্নচাপে কিছুটা হলেও স্বস্তি পেলেন কৃষকরা।

2 / 6
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই আপদকালীন দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি পরিস্থিতির ওপর নজর রাখছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই আপদকালীন দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি পরিস্থিতির ওপর নজর রাখছেন।

3 / 6
এই পরিস্থিতিতে সতর্ক জেলা প্রশাসন। নুলিয়ারা জানাচ্ছেন, প্রশাসনিক নির্দেশ মতো সাধারণ মানুষকে সতর্ক করছেন না। নজর রাখছেন যাতে কেউ সমুদ্রে না নামে। অনেকেই দিঘার সমুদ্রে নামতে না পেরে স্নান করতে উদয়পুর সৈকতে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে সতর্ক জেলা প্রশাসন। নুলিয়ারা জানাচ্ছেন, প্রশাসনিক নির্দেশ মতো সাধারণ মানুষকে সতর্ক করছেন না। নজর রাখছেন যাতে কেউ সমুদ্রে না নামে। অনেকেই দিঘার সমুদ্রে নামতে না পেরে স্নান করতে উদয়পুর সৈকতে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁরা।

4 / 6
লাগাতার বৃষ্টির সঙ্গে সমুদ্রের ধারে বইছে দমকা বাতাস। ভোরে জোয়ার আসার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাস বেড়ে যায় আরও। সমুদ্রের জল ঢুকে পড়ে সৈকত সরণিতে। সমুদ্রের ধারে বসেই গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকেরা।

লাগাতার বৃষ্টির সঙ্গে সমুদ্রের ধারে বইছে দমকা বাতাস। ভোরে জোয়ার আসার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাস বেড়ে যায় আরও। সমুদ্রের জল ঢুকে পড়ে সৈকত সরণিতে। সমুদ্রের ধারে বসেই গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকেরা।

5 / 6
একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে আসন্ন পূর্ণিমার জেরে ভরা কোটাল। এই অবস্থায় ক্রমশ বাড়ছে জলোচ্ছ্বাস। বর্ষা উপভোগ করতে দিঘার উপকূলে ভিড় বাড়লেও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকে দেখা গেল সমুদ্রের পাড়ে বসে রয়েছেন পর্যটকেরা। তবে স্নান করার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে দিঘার উপকূলে আপাতত এই জলোচ্ছ্বাস দেখা যাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে একটানা বৃষ্টিও চলছে।

একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে আসন্ন পূর্ণিমার জেরে ভরা কোটাল। এই অবস্থায় ক্রমশ বাড়ছে জলোচ্ছ্বাস। বর্ষা উপভোগ করতে দিঘার উপকূলে ভিড় বাড়লেও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার সকাল থেকে দেখা গেল সমুদ্রের পাড়ে বসে রয়েছেন পর্যটকেরা। তবে স্নান করার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে দিঘার উপকূলে আপাতত এই জলোচ্ছ্বাস দেখা যাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে একটানা বৃষ্টিও চলছে।

6 / 6