Mango Kesari: জলের দরে বিকোচ্ছে হিমসাগর, শেক-স্মুদির পাশাপাশি বানিয়ে নিন আমের হালুয়া

Mango Recipe: আম দিয়ে আমসত্ত্ব বা চাটনি নয়, বানিয়ে নিতে পারেন এই সব মিষ্টি। খেতে লাগবে দারুণ। যত রকম আম রয়েছে তার মধ্যে সবথেকে ভাল হল হিমসাগর আর ল্যাংড়া। এই দুটি আম যেমন মিষ্টি হয় তেমনই রসালো।

| Edited By: | Updated on: May 30, 2023 | 11:53 AM
বাজারে এবার আমের ছড়াছড়ি। প্রচুর ফলন হয়েছে সর্বত্র। কালবৈশাখীর ঝড়ে অনেক জায়গায় আম পড়েও গিয়েছে। এখন জলের দরে বিকোচ্ছে হিমসাগর। পাওয়া যাচ্ছে ৩০ টাকা প্রতি কেজি।

বাজারে এবার আমের ছড়াছড়ি। প্রচুর ফলন হয়েছে সর্বত্র। কালবৈশাখীর ঝড়ে অনেক জায়গায় আম পড়েও গিয়েছে। এখন জলের দরে বিকোচ্ছে হিমসাগর। পাওয়া যাচ্ছে ৩০ টাকা প্রতি কেজি।

1 / 8
যত রকম আম রয়েছে তার মধ্যে সবথেকে ভাল হল হিমসাগর আর ল্যাংড়া। এই দুটি আম যেমন মিষ্টি হয় তেমনই রসালো।

যত রকম আম রয়েছে তার মধ্যে সবথেকে ভাল হল হিমসাগর আর ল্যাংড়া। এই দুটি আম যেমন মিষ্টি হয় তেমনই রসালো।

2 / 8
রোজ পাকা আম খেতে দারুণ লাগে। এছাড়াও চিঁড়ে,খই, মুড়ি, ওটস, স্মুদি, মিলশেক সব কিছুর সঙ্গেই খাওয়া যায় পাকা আম।

রোজ পাকা আম খেতে দারুণ লাগে। এছাড়াও চিঁড়ে,খই, মুড়ি, ওটস, স্মুদি, মিলশেক সব কিছুর সঙ্গেই খাওয়া যায় পাকা আম।

3 / 8
পাকা আম দিয়ে অনেকেই আমসত্ত্ব, আচার, চাটনি এসব বানিয়ে রাখেন। এবার বাকি আম দিয়ে বানিয়ে নিন হালুয়া।

পাকা আম দিয়ে অনেকেই আমসত্ত্ব, আচার, চাটনি এসব বানিয়ে রাখেন। এবার বাকি আম দিয়ে বানিয়ে নিন হালুয়া।

4 / 8
হিমসাগর আমের বের করে রাখা ক্বাথ ১ বাটি, সুজি ১ বাটি, ঘি ২ চামচ, দুধ ১ কাপ, চিনি ১/২ কাপ, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, হিমসাগর আম কুচি ১ বাটি, এলাচ আর কাজুবাদাম হলেই চলবে।

হিমসাগর আমের বের করে রাখা ক্বাথ ১ বাটি, সুজি ১ বাটি, ঘি ২ চামচ, দুধ ১ কাপ, চিনি ১/২ কাপ, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, হিমসাগর আম কুচি ১ বাটি, এলাচ আর কাজুবাদাম হলেই চলবে।

5 / 8
ঘি গরম করে সুজি লাল করে ভেজে নিতে হবে। আমের ক্কাথ বের করে নিয়ে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিন।

ঘি গরম করে সুজি লাল করে ভেজে নিতে হবে। আমের ক্কাথ বের করে নিয়ে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিন।

6 / 8
এবার কড়াইতে দুধ, কনডেন্সড মিল্ক, এলাচ, চিনি মিশিয়ে দুধ গরম করতে বসান। দুধ ঘন হয়ে এলে ওর মধ্যে আমের পাল্প মিশিয়ে নিতে হবে।

এবার কড়াইতে দুধ, কনডেন্সড মিল্ক, এলাচ, চিনি মিশিয়ে দুধ গরম করতে বসান। দুধ ঘন হয়ে এলে ওর মধ্যে আমের পাল্প মিশিয়ে নিতে হবে।

7 / 8
এর পর ওই মিশ্রণে ভেজে রাখা সুজি অনবরত মেশাতে হবে, যতক্ষণ না পাক হচ্ছে। তবে কড়াইতে যাতে লেগে না যায়, সে দিকে নজর রাখতে হবে। আম আর সুজির মিশ্রণ ঠাণ্ডা করে ওর মধ্যে আমের কুচি ছড়িয়ে দিন।

এর পর ওই মিশ্রণে ভেজে রাখা সুজি অনবরত মেশাতে হবে, যতক্ষণ না পাক হচ্ছে। তবে কড়াইতে যাতে লেগে না যায়, সে দিকে নজর রাখতে হবে। আম আর সুজির মিশ্রণ ঠাণ্ডা করে ওর মধ্যে আমের কুচি ছড়িয়ে দিন।

8 / 8
Follow Us: