Copa America 2021: মেসির ব্রাজিলিয়ান ভক্তের বিরাট ট্যাটু

লিওনেল মেসির (Lionel Messi) ভক্তরা সারা বিশ্বেই ছড়িয়ে। ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল শত্রুতা থাকলেও মেসি নামটাই মিলিয়ে দেয় দুই দেশকে। কোপা (Copa America) খেলতে ব্রাজিলে আর্জেন্টিনা। সেই সুযোগেই ব্রাসিলিয়ায় আর্জেন্টিনার টিম হোটেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকলেন ইগর মাগাহেইস নামে ব্রাজিলের এক মেসি-ভক্ত। যার পিঠে লিওনেল মেসির এক বড় ট্যাটু।

| Updated on: Jun 21, 2021 | 2:03 PM
২০১৭ সালে স্যান্টিয়াগো বের্নাবেউতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল করার পর জার্সি খুলে সেলিব্রেশন করেছিলেন মেসি। সেটাই পিঠ জুড়ে ট্যাটু করেছেন সেই মেসি ভক্ত। (সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

২০১৭ সালে স্যান্টিয়াগো বের্নাবেউতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল করার পর জার্সি খুলে সেলিব্রেশন করেছিলেন মেসি। সেটাই পিঠ জুড়ে ট্যাটু করেছেন সেই মেসি ভক্ত। (সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

1 / 5
হোটেল থেকে বেরিয়ে টিম বাসে ওঠার সময় সেই ভক্তকে দেখতে পান লিওনেল মেসি। ওই ট্যাটুর পাশে অটোগ্রাফও দেন মেসি। (সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

হোটেল থেকে বেরিয়ে টিম বাসে ওঠার সময় সেই ভক্তকে দেখতে পান লিওনেল মেসি। ওই ট্যাটুর পাশে অটোগ্রাফও দেন মেসি। (সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

2 / 5
মেসির অটোগ্রাফও ট্যাটুতে পরিণত করেন ইগর মাগাহেইস। (সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

মেসির অটোগ্রাফও ট্যাটুতে পরিণত করেন ইগর মাগাহেইস। (সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

3 / 5
ইগর মাগাহেইসের প্রিয় ফুটবলারের ট্যাটুর পাশে তাঁর সই যেন আরও সমৃদ্ধ করল মেসির ট্যাটুকে।(সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

ইগর মাগাহেইসের প্রিয় ফুটবলারের ট্যাটুর পাশে তাঁর সই যেন আরও সমৃদ্ধ করল মেসির ট্যাটুকে।(সৌজন্যে-গুস্তাভো হফম্যান টুইটার)

4 / 5
ভক্তের এই বিশালাকার ট্যাটু দেখে অবাক হয়েছেন লিওনেল মেসিও। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে সেই কথাও জানান এলএম টেন।(সৌজন্যে-টুইটার)

ভক্তের এই বিশালাকার ট্যাটু দেখে অবাক হয়েছেন লিওনেল মেসিও। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে সেই কথাও জানান এলএম টেন।(সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: