WIPL 2023: মেয়েদের আইপিএলে ধোনি-বিরাট হতে চলেছেন কে?

Women's Premier League: চলতি বছরে ভারতের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের শুরু হল। এ বার থেকে মেয়েদের আইপিএল শুরু হচ্ছে। এই মুহূর্তে চলছে অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপ। আগামী কাল এই টুর্নামেন্টের ফাইনাল। আসন্ন মেয়েদের আইপিএলে নজর থাকবে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ খেলা কয়েকজন তরুণ তুর্কির দিকে। কারা তাঁরা? জেনে নিন এই প্রতিবেদনে...

| Edited By: | Updated on: Jan 29, 2023 | 5:58 PM
২০০৮ সালে বিরাট কোহলির হাত ধরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। আর সে বছরই উদ্বোধন হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধনী সংস্করণে নজরে ছিলেন বিরাট কোহলি। তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার জেনে নেওয়া যাক, আসন্ন মেয়েদের আইপিএলে নজর কাড়তে পারেন অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতের হয়ে খেলা কোন ক্রিকেটাররা... (ছবি-আইসিসি)

২০০৮ সালে বিরাট কোহলির হাত ধরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। আর সে বছরই উদ্বোধন হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধনী সংস্করণে নজরে ছিলেন বিরাট কোহলি। তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার জেনে নেওয়া যাক, আসন্ন মেয়েদের আইপিএলে নজর কাড়তে পারেন অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতের হয়ে খেলা কোন ক্রিকেটাররা... (ছবি-আইসিসি)

1 / 8
এ বারই মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণ। আসন্ন মেয়েদের আইপিএলে নজর কাড়তে পারেন অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া শেফালি ভার্মা (Shafali Verma)। দুরন্ত ছন্দে থাকা শেফালি ভারতকে অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপ জিতিয়ে দিলে নিঃসন্দেহে আইপিএল নিলামে বেশি দর পাবেন। (ছবি-আইসিসি)

এ বারই মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণ। আসন্ন মেয়েদের আইপিএলে নজর কাড়তে পারেন অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া শেফালি ভার্মা (Shafali Verma)। দুরন্ত ছন্দে থাকা শেফালি ভারতকে অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপ জিতিয়ে দিলে নিঃসন্দেহে আইপিএল নিলামে বেশি দর পাবেন। (ছবি-আইসিসি)

2 / 8
অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতের অপর এক তারকা শ্বেতা শেরাওয়াতও (Shweta Sehrawat) মেয়েদের নিলামে বিশেষ নজরে থাকবেন। শেফালির ডেপুটি চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন। তাঁর ব্যাটে ভর করে একাধিক ম্যাচ জিতেছে ভারত। (ছবি-আইসিসি)

অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতের অপর এক তারকা শ্বেতা শেরাওয়াতও (Shweta Sehrawat) মেয়েদের নিলামে বিশেষ নজরে থাকবেন। শেফালির ডেপুটি চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন। তাঁর ব্যাটে ভর করে একাধিক ম্যাচ জিতেছে ভারত। (ছবি-আইসিসি)

3 / 8
বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) জুনিয়র ও সিনিয়র দুই দলেই খেলছেন। রিচাও থাকতে চলেছেন আসন্ন মেয়েদের আইপিএলের নিলামে। (ছবি-আইসিসি)

বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) জুনিয়র ও সিনিয়র দুই দলেই খেলছেন। রিচাও থাকতে চলেছেন আসন্ন মেয়েদের আইপিএলের নিলামে। (ছবি-আইসিসি)

4 / 8
অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের লেগ স্পিনার পার্শ্ববী চোপড়া (Parshavi Chopra)। ফাইনালের আগে অবধি অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলে ৯টি উইকেট নিয়েছেন। পার্শ্ববী চোপড়াও মেয়েদের আইপিএলের নিলামে বেশি দাম পেতে পারেন। (ছবি-আইসিসি)

অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের লেগ স্পিনার পার্শ্ববী চোপড়া (Parshavi Chopra)। ফাইনালের আগে অবধি অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলে ৯টি উইকেট নিয়েছেন। পার্শ্ববী চোপড়াও মেয়েদের আইপিএলের নিলামে বেশি দাম পেতে পারেন। (ছবি-আইসিসি)

5 / 8
চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতের বাঁ হাতি স্পিনার মন্নত কাশ্যপ (Mannat Kashyap) ৫টি ম্যাচে খেলে ৮ টি উইকেট নিয়েছেন। মন্নতও আসন্ন মেয়েদের আইপিএলের নিলামে নজরে থাকবেন। (ছবি-আইসিসি)

চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতের বাঁ হাতি স্পিনার মন্নত কাশ্যপ (Mannat Kashyap) ৫টি ম্যাচে খেলে ৮ টি উইকেট নিয়েছেন। মন্নতও আসন্ন মেয়েদের আইপিএলের নিলামে নজরে থাকবেন। (ছবি-আইসিসি)

6 / 8
সৌম্যা তিওয়ারি (Soumya Tiwari) চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে এখনও অবধি ২টি ম্যাচে খেলেছেন। টিম ইন্ডিয়ার টপ অর্ডারের এই ব্যাটারের দিকেও নজর থাকবে মেয়েদের আইপিএলের নিলামে। (ছবি-আইসিসি)

সৌম্যা তিওয়ারি (Soumya Tiwari) চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে এখনও অবধি ২টি ম্যাচে খেলেছেন। টিম ইন্ডিয়ার টপ অর্ডারের এই ব্যাটারের দিকেও নজর থাকবে মেয়েদের আইপিএলের নিলামে। (ছবি-আইসিসি)

7 / 8
চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে চুঁচুড়ার মেয়ে তিতাস সাধু (Titas Sadhu) ৫টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে ৪টি উইকেট নিয়েছেন। অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতকে বেশ কয়েকটি ম্যাচে ভরসা দিয়েছেন তিনিও। তাই এই পেসারও আসন্ন মেয়েদের আইপিএলের নিলামে নজরে থাকবেন। (ছবি-আইসিসি)

চলতি অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে চুঁচুড়ার মেয়ে তিতাস সাধু (Titas Sadhu) ৫টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে ৪টি উইকেট নিয়েছেন। অনূর্ধ্ব-১৯ টি২০ মেয়েদের বিশ্বকাপে ভারতকে বেশ কয়েকটি ম্যাচে ভরসা দিয়েছেন তিনিও। তাই এই পেসারও আসন্ন মেয়েদের আইপিএলের নিলামে নজরে থাকবেন। (ছবি-আইসিসি)

8 / 8
Follow Us: