India vs England Women: স্পিন দাপট, স্মৃতির অপরাজিত ইনিংস, ইংল্যান্ডে সমতা ফেরাল ভারত

Smriti Mandhana: ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে সমতা ফেরাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ডার্বিতে ৮ উইকেটের বড় জয় ভারতের। স্পিন দাপটে শুরুতে ধাক্কা ইংল্যান্ড শিবিরে। ফ্রেয়া কেম্পের অর্ধশতরানের সৌজন্যে ১৪২-৬ করে ইংল্যান্ড। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে ভারত। স্মৃতি মান্ধানা ৫৩ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন।

| Edited By: | Updated on: Sep 14, 2022 | 8:00 AM
১) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড (India vs England)। শুরুতেই স্পিনে বেসামাল ইংল্যান্ড ব্যাটার। সোফিয়া ডাঙ্কলিকে ফেরান দীপ্তি শর্মা।  (ছবি: টুইটার)

১) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড (India vs England)। শুরুতেই স্পিনে বেসামাল ইংল্যান্ড ব্যাটার। সোফিয়া ডাঙ্কলিকে ফেরান দীপ্তি শর্মা। (ছবি: টুইটার)

1 / 5
স্নেহ রানা আক্রমণে আসতেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা। ফিল্ডিংয়ে অনবদ্য ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। মাত্র ৫৪ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।  (ছবি: টুইটার)

স্নেহ রানা আক্রমণে আসতেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা। ফিল্ডিংয়ে অনবদ্য ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। মাত্র ৫৪ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। (ছবি: টুইটার)

2 / 5
তারপরও ২০ ওভারে ১৪২-৬ বড় স্কোর গড়ে ইংল্যান্ড। ফ্রেয়া কেম্প মাত্র ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন। মাইয়া বোশিয়ের ৩৪ রান করেন।  (ছবি: টুইটার)

তারপরও ২০ ওভারে ১৪২-৬ বড় স্কোর গড়ে ইংল্যান্ড। ফ্রেয়া কেম্প মাত্র ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন। মাইয়া বোশিয়ের ৩৪ রান করেন। (ছবি: টুইটার)

3 / 5
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্নেহ রানা (Sneh Rana)। ৩ উইকেট নেন স্নেহ। রেনুকা, দীপ্তি ১টি করে উইকেট নেন। দুটি স্টাম্পিং করেন রিচা ঘোষ। অনবদ্য একটা ক্যাচ নেন রাধা যাদব। (ছবি: টুইটার)

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্নেহ রানা (Sneh Rana)। ৩ উইকেট নেন স্নেহ। রেনুকা, দীপ্তি ১টি করে উইকেট নেন। দুটি স্টাম্পিং করেন রিচা ঘোষ। অনবদ্য একটা ক্যাচ নেন রাধা যাদব। (ছবি: টুইটার)

4 / 5
রান তাড়ায় দারুণ শুরু ভারতের। শেফালি বর্মা (২০), হেমলতা (৯) ফিরলেও ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ৫৩ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। হরমনপ্রীত ২৯ রান করেন। ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত। (ছবি: টুইটার)

রান তাড়ায় দারুণ শুরু ভারতের। শেফালি বর্মা (২০), হেমলতা (৯) ফিরলেও ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ৫৩ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন। হরমনপ্রীত ২৯ রান করেন। ১৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত। (ছবি: টুইটার)

5 / 5
Follow Us: