Nikhat Zareen: নিখাতের স্বপ্ন পূরণ….

বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন কিছুদিন আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন। এ বার তাঁরই এক স্বপ্ন পূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন নিখাত।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 8:00 AM
বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন (Nikhat Zareen) কিছুদিন আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন। এ বার তাঁরই এক স্বপ্ন পূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন নিখাত। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন (Nikhat Zareen) কিছুদিন আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন। এ বার তাঁরই এক স্বপ্ন পূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন নিখাত। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

1 / 5
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার বক্সিং রিং থেকে নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন ভারতীয় তারকা বক্সার নিখাত জারিন। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার বক্সিং রিং থেকে নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন ভারতীয় তারকা বক্সার নিখাত জারিন। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

2 / 5
তিনি যখন সাই-তে প্রশিক্ষণ নিতেন, তখন তিনি সেখানে থাকা বক্সারদের ছবি দেখে প্রেরণা পেতেন। এ বার তাঁকে দেখে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্ম। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

তিনি যখন সাই-তে প্রশিক্ষণ নিতেন, তখন তিনি সেখানে থাকা বক্সারদের ছবি দেখে প্রেরণা পেতেন। এ বার তাঁকে দেখে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্ম। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

3 / 5
বক্সিং রিংয়ের সামনে নিখাত নিজের ছবি দেখার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্নই এ বার পূরণ হয়েছে। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

বক্সিং রিংয়ের সামনে নিখাত নিজের ছবি দেখার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্নই এ বার পূরণ হয়েছে। (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

4 / 5
নিজের স্বপ্ন পূরণের কথা জানিয়ে নিখাত সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমি যখন বক্সিং শুরু করেছিলাম, তখন আমি সেরা বক্সারদের ছবি সাই সেন্টারে দেখতাম এবং স্বপ্ন দেখতাম, একদিন আমার ছবিও থাকবে এই মহান বক্সারদের পাশে। এবং আমি এখন সত্যিই সেই ছবি দেখতে পাচ্ছি, এটা আমাকে অফুরাণ আনন্দ ও খুশি দিচ্ছে।" (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

নিজের স্বপ্ন পূরণের কথা জানিয়ে নিখাত সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমি যখন বক্সিং শুরু করেছিলাম, তখন আমি সেরা বক্সারদের ছবি সাই সেন্টারে দেখতাম এবং স্বপ্ন দেখতাম, একদিন আমার ছবিও থাকবে এই মহান বক্সারদের পাশে। এবং আমি এখন সত্যিই সেই ছবি দেখতে পাচ্ছি, এটা আমাকে অফুরাণ আনন্দ ও খুশি দিচ্ছে।" (Pic Courtesy-Nikhat Zareen Instagram)

5 / 5
Follow Us: