Bollywood: জনপ্রিয়তার নিরিখে সলমনকেও ছাপিয়ে গেলেন পবনদীপ-অরুণিতা!

অরম্যাক্স মিডিয়া নামক এক জনপ্রিয় সমীক্ষা সংস্থার তরফে অগস্ট মাসের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশান চরিত্রের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ওই দুইজনের থেকে পিছিয়ে সলমন। প্রথম হয়েছেন কে? কত নম্বরেই বা রয়েছেন পবনদীপ ও অরুণিতা? দেখে নিন...

| Edited By: | Updated on: Sep 22, 2021 | 9:39 AM
বাংলার অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজনের মুকুটে নতুন পালক। জনপ্রিয়তার নিরিখে সলমন খানকেও পিছিয়ে ফেলে দিয়েছেন তাঁরা। অরম্যাক্স মিডিয়া নামক এক জনপ্রিয় সমীক্ষা সংস্থার তরফে অগস্ট মাসের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশান চরিত্রের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ওই দুইজনের থেকে পিছিয়ে সলমন। প্রথম হয়েছেন কে? কত নম্বরেই বা রয়েছেন পবনদীপ ও অরুণিতা? দেখে নিন...

বাংলার অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজনের মুকুটে নতুন পালক। জনপ্রিয়তার নিরিখে সলমন খানকেও পিছিয়ে ফেলে দিয়েছেন তাঁরা। অরম্যাক্স মিডিয়া নামক এক জনপ্রিয় সমীক্ষা সংস্থার তরফে অগস্ট মাসের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশান চরিত্রের যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে ওই দুইজনের থেকে পিছিয়ে সলমন। প্রথম হয়েছেন কে? কত নম্বরেই বা রয়েছেন পবনদীপ ও অরুণিতা? দেখে নিন...

1 / 6
নেটিজেনদের উপর চালানো ওই সমীক্ষা বলছে প্রথম স্থানে দর্শক জায়গা দিয়েছে পরিচালক রোহিত শেট্টিকে। এই মুহূর্তে রিয়ালিটি শো খতড়ো কি খিলাড়িতে তাতে দেখা যাচ্ছে ঘোষকের ভূমিকায়।

নেটিজেনদের উপর চালানো ওই সমীক্ষা বলছে প্রথম স্থানে দর্শক জায়গা দিয়েছে পরিচালক রোহিত শেট্টিকে। এই মুহূর্তে রিয়ালিটি শো খতড়ো কি খিলাড়িতে তাতে দেখা যাচ্ছে ঘোষকের ভূমিকায়।

2 / 6
অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন কমেডি কিং কপিল শর্মা। সম্প্রতি শুরু হয়েছে তাঁর শো'র নতুন সিজন।

অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন কমেডি কিং কপিল শর্মা। সম্প্রতি শুরু হয়েছে তাঁর শো'র নতুন সিজন।

3 / 6
তিনি নম্বরেই জায়গা করে নিয়েছেন এ বারের ইন্ডিয়ান আইডলের বিজেতা পবনদীপ।

তিনি নম্বরেই জায়গা করে নিয়েছেন এ বারের ইন্ডিয়ান আইডলের বিজেতা পবনদীপ।

4 / 6
চতুর্থ স্থানে রয়েছেন বঙ্গতনয়া অরুণিতা কাঞ্জিলাল।

চতুর্থ স্থানে রয়েছেন বঙ্গতনয়া অরুণিতা কাঞ্জিলাল।

5 / 6
পঞ্চম স্থানে যদিও দেখা গিয়েছে সলমন খানকে। খুব শীঘ্রই বিগবসের ১৫ তম সিজন নিয়ে ছোট পর্দায় ফিরবেন তিনি।

পঞ্চম স্থানে যদিও দেখা গিয়েছে সলমন খানকে। খুব শীঘ্রই বিগবসের ১৫ তম সিজন নিয়ে ছোট পর্দায় ফিরবেন তিনি।

6 / 6
Follow Us: