Women’s Cricket Team: রাজ-যুগ অতীত, মিতালি-ঝুলন ছাড়াই শ্রীলঙ্কায় স্মৃতি, হরমনরা

ভারতীয় ক্রিকেটে শুরু মিতালি পরবর্তী অধ্যায়। কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ । তারপরই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছল দেশের প্রমীলা বাহিনী। অর্থনৈতিক সমস্যায় যুঝতে থাকা দ্বীপরাষ্ট্রে তিনটি ওয়ানডে এবং সমসংখ্যক টি-২০ সিরিজ খেলবেন স্মৃতি মান্ধানারা।

| Edited By: | Updated on: Jun 19, 2022 | 2:38 PM
ডাম্বুলায় মিতালি-ঝুলনদের ছাড়া ভারতীয় মহিলা ক্রিকেট দল (ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

ডাম্বুলায় মিতালি-ঝুলনদের ছাড়া ভারতীয় মহিলা ক্রিকেট দল (ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

1 / 5
২৩ জুন টি ২০ দিয়ে সিরিজ শুরু হচ্ছে। তিনটি টি ২০ হবে ডাম্বুলায়। ১ জুলাই থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে ক্যান্ডিতে। (ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

২৩ জুন টি ২০ দিয়ে সিরিজ শুরু হচ্ছে। তিনটি টি ২০ হবে ডাম্বুলায়। ১ জুলাই থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে ক্যান্ডিতে। (ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

2 / 5
 মিতালি উত্তর যুগে দায়িত্ব এক ঝটকায় বেড়ে গেল দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার । (ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

মিতালি উত্তর যুগে দায়িত্ব এক ঝটকায় বেড়ে গেল দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানার । (ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

3 / 5
ওডিআই ফরম্যাটে নিয়মিত ৩০০ রান করার লক্ষ্য রয়েছে মহিলা ক্রিকেট দলের।(ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

ওডিআই ফরম্যাটে নিয়মিত ৩০০ রান করার লক্ষ্য রয়েছে মহিলা ক্রিকেট দলের।(ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

4 / 5
মিতালি, ঝুলনের মতো দলের দুই অভিজ্ঞ মাথা অনুপস্থিত । তাঁদের ছাড়াই লঙ্কার মাটিতে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ হরমনপ্রীত বাহিনীর কাছে। (ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

মিতালি, ঝুলনের মতো দলের দুই অভিজ্ঞ মাথা অনুপস্থিত । তাঁদের ছাড়াই লঙ্কার মাটিতে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ হরমনপ্রীত বাহিনীর কাছে। (ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড)

5 / 5
Follow Us: