Narendrapur: বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Narendrapur: নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।  অভিযোগ, রবিবার রাতে প্রতিবেশী এক যুবক তার যৌন নির্যাতন করে।  রবিবার রাতে বাড়িতে একা ছিল ওই নাবালিকা।  বিষয়টা খেয়াল রেখে বাড়িতে ঢোকে অভিযুক্ত যুবক। 

Narendrapur: বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2024 | 1:49 PM

নরেন্দ্রপুুর:  নাবালিকার যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃতকে আজ পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়াল এলাকায়।

নরেন্দ্রপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।  অভিযোগ, রবিবার রাতে প্রতিবেশী এক যুবক তার যৌন নির্যাতন করে।  রবিবার রাতে বাড়িতে একা ছিল ওই নাবালিকা।  বিষয়টা খেয়াল রেখে বাড়িতে ঢোকে অভিযুক্ত যুবক।  নাবালিকাকে একা পেয়ে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন করে বলে অভিযোগ। রাতে যখন নাবালিকার বাবা-মা বাড়িতে ফেরেন, তখন মেয়েকে অসুস্থতা বোধ করতে দেখেন। মেয়ের মুখ থেকে সব শুনে  রাতেই এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে বোড়াল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।