Diamond Harbour: ভিলেজ পুলিশের বাড়িতেই ‘তৈরি হয় বেআইনি বাজি’, বিস্ফোরণে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Diamond Harbour: যে বাড়িতে বিস্ফোরণ হয়, তার পিছনেই মজুত ছিল বাজির মশলা। হঠাৎ বিকাল পাঁচটা নাগাদ বিস্ফোরণ হয় ওই বাড়িতে। সেই আগুনে একটি বাড়িতেও আগুন লেগে যায়।
ডায়মন্ড হারবার: ফের বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। ভিলেজ পুলিশের বাড়িতে তৈরি হত বাজি। সেই বাজির মজুত করা মশলা থেকেই বিস্ফোরণ। আর তাতেই মৃত্যু হয় অষ্টম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের বারদ্রোণে। অগ্নিদগ্ধ ওই ভিলেজ পুলিশ ও তাঁর এক আক্রান্ত। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ হয়, তার পিছনেই মজুত ছিল বাজির মশলা। হঠাৎ বিকাল পাঁচটা নাগাদ বিস্ফোরণ হয় ওই বাড়িতে। সেই আগুনে একটি বাড়িতেও আগুন লেগে যায়।
পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। এই মুহূর্তে বিশাল বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। জানা গিয়েছে, এলাকারই এক যুবক সৌমিত্র নস্কর বাজি তৈরি করতেন। সৌমিত্র ডায়মন্ড হারবার থানার ভিলেজ পুলিশ। হঠাৎ মজুত মশলাতেই বিস্ফোরণ হয়। ঝলসে যায় ওই কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাজিতে অগ্নিদগ্ধ হয়ে যায় সৌমিত্র ও তাঁর এক আত্মীয়। কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ প্রশাসনের নাকের ডগায় কীভাবে একজন ভিলেজ পুলিশের বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি করা হত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে পুলিশের উচ্চ পদস্থ কর্তারা।