Bhangar: লাভ বাড়ি বানিয়ে বিতর্কে পড়েছিলেন, সেই তৃণমূল নেতা বললেন, ‘মোটা টাকা আরাবুলকে দিতে পারিনি তাই…’

Bhangar: মূলত ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তাঁর পুত্র হাকিমুল ইসলামের বিরুদ্ধেই অভিযোগ। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে কোণঠাসা হয়েছিলেন মোদাসসের। এক সময় তাঁর 'লাভ' বাড়ি কম বিতর্ক তৈরি করেনি।

Bhangar: লাভ বাড়ি বানিয়ে বিতর্কে পড়েছিলেন, সেই তৃণমূল নেতা বললেন, 'মোটা টাকা আরাবুলকে দিতে পারিনি তাই...'
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 6:11 PM

ভাঙড়: ভাঙড়ের ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তাঁর সম্পর্কের যেন আরও অবনতি হয়েছে। প্রকাশ্যেই দুই নেতাকে মন্তব্য করতে দেখা গিয়েছে একে অন্যের বিরুদ্ধে। এবার শওকত ঘনিষ্ঠ ভাঙড় ২-এর ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসসের হোসেন মুখ খুললেন আরাবুলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ২০১৮ সালে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন তাই তিনি প্রধান হয়েছিলেন। এবার আর মোটা অঙ্কের টাকা দেননি তাই প্রধান হননি।

প্রসঙ্গত, মোদাস্সের হোসেন এক সময় আরাবুল ঘনিষ্ঠ ছিলেন। তবে বর্তমানে তিনি শওকত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। তৃণমূল নেতা আওসান মোল্লার হাত ধরে ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। বিভিন্ন মঞ্চে দু’জনকে একসঙ্গে দেখাও যায়। এবার সেই মোদাস্সের মুখ খুললেন আরাবুলকে নিয়ে।

মূলত ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম ও তাঁর পুত্র হাকিমুল ইসলামের বিরুদ্ধেই অভিযোগ। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে কোণঠাসা হয়েছিলেন মোদাসসের। এক সময় তাঁর ‘লাভ’ বাড়ি কম বিতর্ক তৈরি করেনি। শওকত মোল্লার হাত ধরে আবারও রাজনীতির ময়দানে নেমে পড়েন তিনি। এবার প্রকাশ্য মঞ্চ থেকে আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিতর্কিত এই নেতা।

তিনি বলেন, “২০১৮ সালে ২৫ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলাম। ২০১৮ সালে ২৫ লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছি। এবার বেশি টাকা দিতে পারেনি বলে টিকিট পাইনি।” শওকত মোল্লাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান মোদাসসের ও আরাবুলই বলতে পারবে। আমার কিছু বলার নেই। ফোনে হাকিমূল ইসলাম বিষয়টি নিয়ে তাঁর বাবা কোনও প্রতিক্রিয়া দেবেন না বলে জানান।