Messi’s Autograph: হাতে মেসির অটোগ্রাফের ট্যাটু আঁকালেন গোলকিপার!

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লিওনেল মেসি ভক্তদের পাগলামোর সীমা পরিসীমা নেই। একটা অটোগ্রাফ, একটি সেলফির জন্য মরিয়া অনুরাগীদের কার্যকলাপ মাঝেমধ্য়ে কল্পনার বাইরে চলে যায়। তেমনই এক ভক্তের নাম ফ্রান্সিসকো রানিয়েরি। মেজর সকার লিগের দল ইন্টার মায়ামির গোলরক্ষক।

| Edited By: | Updated on: Sep 29, 2022 | 7:00 AM
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লিওনেল মেসি ভক্তদের পাগলামোর সীমা পরিসীমা নেই। একটা অটোগ্রাফ, একটি সেলফির জন্য মরিয়া অনুরাগীদের কার্যকলাপ মাঝেমধ্য়ে কল্পনার বাইরে চলে যায়। তেমনই এক ভক্তের নাম ফ্রান্সিসকো রানিয়েরি। মেজর সকার লিগের দল ইন্টার মায়ামির গোলরক্ষক।(ছবি:টুইটার)

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লিওনেল মেসি ভক্তদের পাগলামোর সীমা পরিসীমা নেই। একটা অটোগ্রাফ, একটি সেলফির জন্য মরিয়া অনুরাগীদের কার্যকলাপ মাঝেমধ্য়ে কল্পনার বাইরে চলে যায়। তেমনই এক ভক্তের নাম ফ্রান্সিসকো রানিয়েরি। মেজর সকার লিগের দল ইন্টার মায়ামির গোলরক্ষক।(ছবি:টুইটার)

1 / 5
হন্ডুরাসের বিরুদ্ধে গত সপ্তাহে আর্জেন্টনা প্রীতি ম্যাচ খেলেছে মায়ামি গার্ডেনস হার্ড রক স্টেডিয়াম। ফ্রান্সিসকোর মনে হয়েছিল, সাক্ষাৎ ভগবান তাঁর কাছে এসে উপস্থিত হয়েছেন।(ছবি:টুইটার)

হন্ডুরাসের বিরুদ্ধে গত সপ্তাহে আর্জেন্টনা প্রীতি ম্যাচ খেলেছে মায়ামি গার্ডেনস হার্ড রক স্টেডিয়াম। ফ্রান্সিসকোর মনে হয়েছিল, সাক্ষাৎ ভগবান তাঁর কাছে এসে উপস্থিত হয়েছেন।(ছবি:টুইটার)

2 / 5
প্রিয় খেলোয়াড়কে কাছে পেয়ে কলম আর নিজের হাতটা এগিয়ে দিয়েছিলেন ইন্টার মায়ামির গোলরক্ষক। আবদার মিটিয়েছেন আর্জেন্টাইন তারকা। হাতে এঁকে দিয়েছেন সই।(ছবি:টুইটার)

প্রিয় খেলোয়াড়কে কাছে পেয়ে কলম আর নিজের হাতটা এগিয়ে দিয়েছিলেন ইন্টার মায়ামির গোলরক্ষক। আবদার মিটিয়েছেন আর্জেন্টাইন তারকা। হাতে এঁকে দিয়েছেন সই।(ছবি:টুইটার)

3 / 5
খাতা বা কাগজ হলে বাঁধিয়ে রাখতে পারতেন। হাতে তো আর সম্ভব নয়। কলমের কালি দিন দুয়েকের মধ্যে মুছে যাওয়ার কথা। তাই অটোগ্রাফটিকে চিরস্থায়ীভাবে শরীরে খোদাই করার সিদ্ধান্ত নেন ফ্রান্সিসকো। (ছবি:টুইটার)

খাতা বা কাগজ হলে বাঁধিয়ে রাখতে পারতেন। হাতে তো আর সম্ভব নয়। কলমের কালি দিন দুয়েকের মধ্যে মুছে যাওয়ার কথা। তাই অটোগ্রাফটিকে চিরস্থায়ীভাবে শরীরে খোদাই করার সিদ্ধান্ত নেন ফ্রান্সিসকো। (ছবি:টুইটার)

4 / 5
মেসির অটোগ্রাফের উল্কি করে দেওয়ার আবদার নিয়ে পৌঁছে যান ট্যাটু পার্লারে। মোবাইলে তুলে রাখা ছবি দেখে ট্যাটু আর্টিস্ট হুবহু মেসির অটোগ্রাফ বানিয়ে দিলেন। গোলরক্ষকও বেজায় খুশি। (ছবি:টুইটার)

মেসির অটোগ্রাফের উল্কি করে দেওয়ার আবদার নিয়ে পৌঁছে যান ট্যাটু পার্লারে। মোবাইলে তুলে রাখা ছবি দেখে ট্যাটু আর্টিস্ট হুবহু মেসির অটোগ্রাফ বানিয়ে দিলেন। গোলরক্ষকও বেজায় খুশি। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: