Ratan Tata: গরিব হয়ে যাচ্ছেন রতন টাটা? ৬২৭০৭ কোটি টাকা খোয়ালেন রাতারাতি
ঈপ্সা চ্যাটার্জী |
Aug 03, 2024 | 5:24 PM
Ratan Tata: টাটা গ্রুপের অন্যতম বড় তিন সংস্থা টিসিএস, টাটা মোটরস ও টাটা স্টিলের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। তিন সংস্থা মিলিয়ে মার্কেট ক্যাপে মোট ৬২ হাজার ৭০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
1 / 7
দেশের অন্যতম বড় শিল্পপতি তথা উদ্যোগপতি রতন টাটা। এক নামে তাঁকে চেনেন সবাই। রতন টাটা ও তার সংস্থার মানবিক মুখের কথাও সকলের জানা।
2 / 7
স্টিল থেকে নুন, তথ্য প্রযুক্তি থেকে গাড়ি, একাধিক ব্যবসা রয়েছে টাটা গ্রুপের।
3 / 7
তবে এখন খারাপ সময় যাচ্ছে টাটা গ্রুপের। তার বেশিরভাগ সংস্থারই শেয়ারে ব্যাপক ধস নেমেছে। ফলে হাজার হাজার কোটি টাকা খোয়ালেন রতন টাটা।
4 / 7
টাটা গ্রুপের অন্যতম বড় তিন সংস্থা টিসিএস, টাটা মোটরস ও টাটা স্টিলের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। তিন সংস্থা মিলিয়ে মার্কেট ক্যাপে মোট ৬২ হাজার ৭০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
5 / 7
জানা গিয়েছে, শুক্রবার দেশের অন্যতম বড় আইটি সংস্থা টিসিএস-র শেয়ারে ২.৫৬ শতাংশ পতন হয়েছে। এর জেরে টিসিএসের মার্কেট ক্যাপে ৪০ হাজার ৭৯৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
6 / 7
এর পাশাপাশি টাটা মোটরসের শেয়ারেও ৪.১৭ শতাংশ পতন হয়েছে। টাটা মোটরসের মার্কেট ক্যাপে ১৫ হাজার ৮৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।
7 / 7
টাটা স্টিলের শেয়ারেও ২.৯৭ শতাংশ পতন হয়েছে। এর জেরে সংস্থা ৬ হাজার ৫৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।