James Anderson: টেস্টে এক নম্বর বোলার, জিমির আগে এত বেশি বয়সে কে ছিলেন?
87 Years Old Record: টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এখন শীর্ষে রয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্য়ান্ডের এই পেসারের বয়স ৪০ বছর ৬ মাস। বয়স শুধুই যে সংখ্য়া মাত্র বারবার প্রমাণ করেছেন ক্রীড়াবিদরা। এ বার এই তালিকায় জেমস অ্যান্ডারসনও। তবে এক নম্বর টেস্ট বোলার হিসেবে তিনিই প্রবীণতম নন। জেমস অ্যান্ডারসনের চেয়েও অনেক বেশি বয়সে টেস্টে এক নম্বর বোলার হওয়ার রেকর্ড রয়েছে অনেকের দখলে।
Most Read Stories