DIY Flax Seeds Gel & Mask: নতুন চুলও গজাবে আবার বজায় থাকবে শাইনিংও স্রেফ এই বীজের গুণে

Home Remedies For Hair: ফ্লেক্স সিড ওজন কমাতে সাহায্য করে, চুলের জন্যেও খুব ভাল। আর তাই কাজে লাগান এই টোটকা

| Edited By: | Updated on: Mar 13, 2023 | 11:40 AM
চুল নিয়ে এখন অধিকাংশই ভুগছেন। চুল উঠে যাওয়া, ঝরে যাওয়া, পড়ে যাওয়া এমন সব সমস্যা লেগেই রয়েছে। খুশকির সমস্যা এখন আর শুধু শীতকাল নয়, বছরভরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোজ অফিস যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে হয় যে চুল নিয়ে কী করব। আর সেখানেই যত সমস্যা।

চুল নিয়ে এখন অধিকাংশই ভুগছেন। চুল উঠে যাওয়া, ঝরে যাওয়া, পড়ে যাওয়া এমন সব সমস্যা লেগেই রয়েছে। খুশকির সমস্যা এখন আর শুধু শীতকাল নয়, বছরভরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোজ অফিস যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে হয় যে চুল নিয়ে কী করব। আর সেখানেই যত সমস্যা।

1 / 6
রোজ বাইরে বেরোলে চুল ফ্রিজি হয়ে যায়, রুক্ষ্ম হয়ে যায়। তেল চিটচিটে হয়ে যায়। রোজ রোজ তেল, শ্যাম্পু তো লাগানো যায় না তাই বাড়িতেই বানিয়ে নিন এই ঘরোয়া টোটকা।

রোজ বাইরে বেরোলে চুল ফ্রিজি হয়ে যায়, রুক্ষ্ম হয়ে যায়। তেল চিটচিটে হয়ে যায়। রোজ রোজ তেল, শ্যাম্পু তো লাগানো যায় না তাই বাড়িতেই বানিয়ে নিন এই ঘরোয়া টোটকা।

2 / 6
৩ চামচ ফ্লেক্স সিড আর ২ চামচ চালের গুড়ির সঙ্গে এক কাপ জল খুব ভাল করে মিশিয়ে নিন। সবটা ভাল করে মিশলে ১০ মিনিট ফুটিয়ে নিন। ১০ মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হেয়ার মাস্ক তৈরি।

৩ চামচ ফ্লেক্স সিড আর ২ চামচ চালের গুড়ির সঙ্গে এক কাপ জল খুব ভাল করে মিশিয়ে নিন। সবটা ভাল করে মিশলে ১০ মিনিট ফুটিয়ে নিন। ১০ মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হেয়ার মাস্ক তৈরি।

3 / 6
এই যে সাদা থকথকে জেল তৈরি হল এর সঙ্গে ২ চামচ টকদই আর ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিন ভাল করে। এবার এই হেয়ার মাস্ক চুলে ১ ঘন্টা লাগিয়ে রেখে জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

এই যে সাদা থকথকে জেল তৈরি হল এর সঙ্গে ২ চামচ টকদই আর ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিন ভাল করে। এবার এই হেয়ার মাস্ক চুলে ১ ঘন্টা লাগিয়ে রেখে জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।

4 / 6
২ চামচ আমলা পাউডার, ২ চামচ শিকাকাই পাউডার, মেথি পাউডার ১ চামচ, টকদই ২ চামচ , ফ্ল্যাক্সসিড জেল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই প্যাক চুলে ১ ঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। এতে চুলের শাইনিং বজায় থাকবে।

২ চামচ আমলা পাউডার, ২ চামচ শিকাকাই পাউডার, মেথি পাউডার ১ চামচ, টকদই ২ চামচ , ফ্ল্যাক্সসিড জেল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই প্যাক চুলে ১ ঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। এতে চুলের শাইনিং বজায় থাকবে।

5 / 6
সবশেষে ফ্ল্যাক্সসিড আর চালের গুঁড়োর জল দিয়ে খুব ভাল করে চুল ধুয়ে নিন। এতে চুল থাকবে নরম। রুক্ষ্মভাব দূর হয়ে যাবে আর চুলে কোনও জটও পড়বে না।

সবশেষে ফ্ল্যাক্সসিড আর চালের গুঁড়োর জল দিয়ে খুব ভাল করে চুল ধুয়ে নিন। এতে চুল থাকবে নরম। রুক্ষ্মভাব দূর হয়ে যাবে আর চুলে কোনও জটও পড়বে না।

6 / 6
Follow Us: