Kartik Aaryan: প্রথম ছবিতে পারিশ্রমিক মাত্র দেড় লক্ষ, এখন ছবি প্রতি কত কোটি নেন কার্তিক?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Updated on: Jan 22, 2023 | 11:13 AM
Kartik Aaryan: 'প্যায়ার কা পঞ্চনামা' দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন কার্তিক। ওই ছবিতে তাঁর পারিশ্রমিক ছিল দেড় লক্ষ টাকার কাছাকাছি। আর এখন? কল্পনাও করতে পারবেন না।
Jan 22, 2023 | 11:13 AM
কার্তিক আরিয়ান-- বলিউডের রটনা তিনি যাতে হাত দেন তাতেই নাকি সোনা ফলে। বলিউডের দুর্দিনেও কার্তিকের হিটমেশিন চলছেই। 'প্যায়ার কা পঞ্চনামা' দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন কার্তিক। ওই ছবিতে তাঁর পারিশ্রমিক ছিল দেড় লক্ষ টাকার কাছাকাছি। আর এখন? কল্পনাও করতে পারবেন না।
1 / 6
ভরা লকডাউন, সে সময় মাত্র দশ দিনে এক ছবির শুটিং শেষ করেছিলেন কার্তিক। ছবির নাম 'ধামাকা'। সেই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন কার্তিক? এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়। লজ্জা পেয়ে উত্তর দিয়েছেন অভিনেতা।
2 / 6
তিনি বলেন, "করোনার সময় ছিল। নিজের পারিশ্রমিক নিয়ে কী আর আলোচনা করব।" ওই ছবিতে মাত্র দশ দিন কাজ করার জন্য কার্তিক নিয়েছলেন ২০ কোটি টাকা।
3 / 6
এত বেশি টাকা? হাসতে হাসতে তাঁর উত্তর, "কুড়ি দিনে প্রযোজকদের পয়সা দ্বিগুণ করে দিই। তাই আমার মনে হয় আমায় যে দেওয়া হয়েছে তা আমার প্রাপ্র্য।"
4 / 6
২০২২-এ মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ানের ছবি 'ভুলভুলাইয়া ২'। ২২-এর ছবিগুলির মধ্যে অন্যতম সুপারহিট হয়েছিল এই ছবি। নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী কার্তিক।
5 / 6
তাঁর কথায়, "নিজেকে সব সময় প্রথম স্থানে দেখে এসেছি। মানুষের ভালবাসা আমার কাছে সবচেয়ে জরুরি। আমি নিজেকে নিয়ে মারাত্মক অবসেসড। আমি শুধু হিট ছবি উপহার দিতে চাই। এই ইন্ডাস্ট্রিতে একজনই রাজপুত্র।"