Bollywood: ভিক্যাটের বিয়ের আমন্ত্রিতর তালিকায় থাকতে চলেছেন এই ৮ হেভিওয়েট তারকা

চলতি বছরের ডিসেম্বরেই যে দুই তারকা বিয়ে করছেন, তা একপ্রকার নাকি নিশ্চিত। যত দিন যাচ্ছে, তাঁদের বিয়ে নিয়ে সামনে আসছে নয়া তথ্য। প্রকাশ্যে তাঁদের আমন্ত্রিত অতিথির তালিকা।

| Edited By: | Updated on: Nov 29, 2021 | 9:55 AM
ভিক্যাট।

ভিক্যাট।

1 / 7
বিরুষ্কার গোটা পরিবারকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। সূত্র বলছে, তাঁরা হাজিরও থাকবেন সেখানে।

বিরুষ্কার গোটা পরিবারকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। সূত্র বলছে, তাঁরা হাজিরও থাকবেন সেখানে।

2 / 7
পরিচালক শশাঙ্ক খইতানের আগামী ছবিতে কাজ করছেন ভিকিতে। থাকবেন তিনিও।

পরিচালক শশাঙ্ক খইতানের আগামী ছবিতে কাজ করছেন ভিকিতে। থাকবেন তিনিও।

3 / 7
করণ জোহর শুধু যে আমন্ত্রিত তা নয়, পেয়েছেন বড় দায়িত্ব। ভিকির কোরিওগ্রাফার নাকি তিনি করবেন।

করণ জোহর শুধু যে আমন্ত্রিত তা নয়, পেয়েছেন বড় দায়িত্ব। ভিকির কোরিওগ্রাফার নাকি তিনি করবেন।

4 / 7
ক্যাটরিনা কাইফ আগামী ছবি জি লে জারাতে জোয়া আখতারের পরিচালনায় কাজ করতে চলেছেন। থাকতে পারেন তিনিও।

ক্যাটরিনা কাইফ আগামী ছবি জি লে জারাতে জোয়া আখতারের পরিচালনায় কাজ করতে চলেছেন। থাকতে পারেন তিনিও।

5 / 7
ফারহা খান থাকবেন। ক্যাটরিনার কোরিওগ্রাফিও নাকি তিনিই করবেন। ক্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর।

ফারহা খান থাকবেন। ক্যাটরিনার কোরিওগ্রাফিও নাকি তিনিই করবেন। ক্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর।

6 / 7
এ ছাড়াও শাহরুখ ও সলমন দুই খানের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। শাহরুখ এক প্রকার আসবেন ধরে এগলেও, সলমন আদৌ আসবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমন্ত্রণ পৌঁছেছে বহু আগেই।

এ ছাড়াও শাহরুখ ও সলমন দুই খানের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। শাহরুখ এক প্রকার আসবেন ধরে এগলেও, সলমন আদৌ আসবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমন্ত্রণ পৌঁছেছে বহু আগেই।

7 / 7
Follow Us: