Deepak Significance And Rules: পুজোর সময় প্রদীপ জ্বালাতে গিয়ে এই ভুলগুলি করলেই সাবধান! খারাপ দিন শুরু হতে পারে আজ থেকেই

Hinduism: সনাতন ধর্মমতে, পুজোর সময় ধূপ-ধুনো ও প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। সেই প্রদীপ যে কোনও দেবতার পুজো করার সময়ই জ্বালানোর নিয়ম। সাধারণত গৃহস্থের বাড়িতে লক্ষ্মীকে স্বাগত জানাতো বাড়ির মূল সদরের সামনে প্রদীপ জ্বালানো হয়।

| Edited By: | Updated on: Nov 30, 2023 | 8:14 PM
বিশেষজ্ঞের মতে, পুজোর সময় প্রদীপ জ্বালাতে গিয়ে বেশ কিছু কাজ করা উচিত। মাথায় রাখা দরকার, প্রদীপ জ্বালানোর সময় ছোটখাটো ভুলের জন্যই পেতে পারেন মারাত্মক কিছু ইঙ্গিত। প্রদীপ জ্বালানোর সময় ছোট ছোট ভুলের কারণে নেতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পেতে পারে।

বিশেষজ্ঞের মতে, পুজোর সময় প্রদীপ জ্বালাতে গিয়ে বেশ কিছু কাজ করা উচিত। মাথায় রাখা দরকার, প্রদীপ জ্বালানোর সময় ছোটখাটো ভুলের জন্যই পেতে পারেন মারাত্মক কিছু ইঙ্গিত। প্রদীপ জ্বালানোর সময় ছোট ছোট ভুলের কারণে নেতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পেতে পারে।

1 / 8
ধর্মমতে, পুজো, আরতি ও প্রদীপ জ্বালানোর রীতি বহু প্রাচীন। কোনও অলৌকিক ও বিস্ময়কর ফলের প্রভাব পেতে ধর্মীয় মতে, অনেকে অধিষ্ঠিত দেবদেবীর পুজো করে থাকেন। তাতে অধিষ্ঠিত দেব-দেবী আশীর্বাদ বর্ষণ করে থাকেন।

ধর্মমতে, পুজো, আরতি ও প্রদীপ জ্বালানোর রীতি বহু প্রাচীন। কোনও অলৌকিক ও বিস্ময়কর ফলের প্রভাব পেতে ধর্মীয় মতে, অনেকে অধিষ্ঠিত দেবদেবীর পুজো করে থাকেন। তাতে অধিষ্ঠিত দেব-দেবী আশীর্বাদ বর্ষণ করে থাকেন।

2 / 8
কিন্তু প্রদীপ জ্বালানোর সময় যদি ছোটখাটো ভুল হয়ে থাকে, তাহলে আগামী দিনে বিপদ ডেকে আনতে পারেন অজান্তেই। প্রদীপ জ্বালানোর সময় কী কী বিষয় মাথায় রাখবেন, তা জেনে নিন এখানে...

কিন্তু প্রদীপ জ্বালানোর সময় যদি ছোটখাটো ভুল হয়ে থাকে, তাহলে আগামী দিনে বিপদ ডেকে আনতে পারেন অজান্তেই। প্রদীপ জ্বালানোর সময় কী কী বিষয় মাথায় রাখবেন, তা জেনে নিন এখানে...

3 / 8
ধর্মীয় বিশ্বাস অনুসারে, সন্ধ্যের সময় প্রধান দরজার সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের সঠিক জায়গায় প্রদীপ রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সন্ধ্যের সময় প্রধান দরজার সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের সঠিক জায়গায় প্রদীপ রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ।

4 / 8
 বাস্তুমতে, মূল প্রবেশপথের ডানদিকে প্রদীপ জ্বালানো উচিত। এর ফলে যে কেউ ঘর থেকে বের হলে বা হওয়ার সময় ডান দিকে থাকা উচিত। প্রদীপ যেন পশ্চিমমুখী না হয় তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

বাস্তুমতে, মূল প্রবেশপথের ডানদিকে প্রদীপ জ্বালানো উচিত। এর ফলে যে কেউ ঘর থেকে বের হলে বা হওয়ার সময় ডান দিকে থাকা উচিত। প্রদীপ যেন পশ্চিমমুখী না হয় তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

5 / 8
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালাতে গরুর দুধের থেকে তৈরি ঘি বা সরষে বা তিলের তেল ব্যবহার করা উচিত। তবে প্রদীপের জন্য ঘি পাওয়া না গেলে সাধারণ তেলও ব্যবহার করা যেতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালাতে গরুর দুধের থেকে তৈরি ঘি বা সরষে বা তিলের তেল ব্যবহার করা উচিত। তবে প্রদীপের জন্য ঘি পাওয়া না গেলে সাধারণ তেলও ব্যবহার করা যেতে পারে।

6 / 8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রদীপ সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখা উচিত। সনাতন ধর্মে এই উভয় দিকই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অবস্থায় এদিকে মুখ করে প্রদীপ রাখা খুবই উপকারী।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রদীপ সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখা উচিত। সনাতন ধর্মে এই উভয় দিকই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অবস্থায় এদিকে মুখ করে প্রদীপ রাখা খুবই উপকারী।

7 / 8
ধর্মীয় বিশ্বাস অনুসারে, সন্ধ্যের সময় মূল প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো শুভ। এর পাশাপাশি বাড়িতে যদি তুলসী, কলা বা লজ্জাবতী গাছ থাকলে, তার সামনে প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন।  এতে দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করে থাকে।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সন্ধ্যের সময় মূল প্রবেশদ্বারে প্রদীপ জ্বালানো শুভ। এর পাশাপাশি বাড়িতে যদি তুলসী, কলা বা লজ্জাবতী গাছ থাকলে, তার সামনে প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন। এতে দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করে থাকে।

8 / 8
Follow Us: