Remedies for Tulsi Root: শুধু পাতা নয়, সোনার মত ভাগ্য বদলে দেয় তুলসীর শিকড়! ঘরের এই জায়গায় রাখলে কেটে যায় শনিদশাও
Tulsi Roots : ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী গাছ হল দেবী লক্ষ্মীর প্রতীক। তাই প্রতিদিন যে বাড়িতে তুলসীকে মা রূপে পূজা করা হয় সেখানে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। হিন্দুধর্মে বা জ্যোতিষশাস্ত্র মতে, শুধু তুলসীর পাতাই নয়, তুলসীর বিভিন্ন অংশও গুরুত্বপূর্ণ। তার মধ্যে তুলসীর মূলও বেশ উল্লেখযোগ্য। আবার উপকারীও বটে।
Most Read Stories