KL Rahul Wedding: কোটি টাকার গাড়ি কোহলির, হায়াবুসা বাইক ধোনির; বিয়েতে ‘বিরাট’ উপহার পেলেন রাহুল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 26, 2023 | 9:47 AM

বিয়ে ভালোভাবেই সম্পন্ন হয়েছে লোকেশ রাহুল আথিয়া শেট্টির। এ বার পালা গিফট খোলার। তাতেই উঠে আসছে নানা খবর। বিয়েতে পাওয়া উপহারের বহর দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের

Jan 26, 2023 | 9:47 AM
 বিয়েতে ছোটখাটো উপহার যেমন পেয়েছেন তেমনই কোটি টাকা মূল্যের গাড়ি, আধুনিক বাইক উপহার পেয়েছেন লোকেশ রাহুল। (ছবি:ইনস্টাগ্রাম)

বিয়েতে ছোটখাটো উপহার যেমন পেয়েছেন তেমনই কোটি টাকা মূল্যের গাড়ি, আধুনিক বাইক উপহার পেয়েছেন লোকেশ রাহুল। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় লোকেশ রাহুলের বিয়েতে দেখা যায়নি বর্তমান কোনও ক্রিকেটারকে। কিন্তু নবদম্পতিতে উপহারে ভরিয়ে দিতে কসুর করেননি রাহুলের সতীর্থরা।(ছবি:ইনস্টাগ্রাম)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থাকায় লোকেশ রাহুলের বিয়েতে দেখা যায়নি বর্তমান কোনও ক্রিকেটারকে। কিন্তু নবদম্পতিতে উপহারে ভরিয়ে দিতে কসুর করেননি রাহুলের সতীর্থরা।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
পাত পেড়ে ভোজ না খেলেও রাহুল ও আথিয়াকে ২ কোটি ১৭ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভাইস ক্যাপ্টেন কেএল রাহুলের সঙ্গে বিরাটের সু সম্পর্ক আজকের নয়।(ছবি:ইনস্টাগ্রাম)

পাত পেড়ে ভোজ না খেলেও রাহুল ও আথিয়াকে ২ কোটি ১৭ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভাইস ক্যাপ্টেন কেএল রাহুলের সঙ্গে বিরাটের সু সম্পর্ক আজকের নয়।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
একই ইন্ডাস্ট্রির অংশ হওয়ায় বিরাট-পত্নী অনুষ্কার সঙ্গেও বেশ ভাব রয়েছে আথিয়ার। বিদেশ সফরে গিয়ে একসঙ্গে ঘুরতে যেতেন তাঁরা।(ছবি:ইনস্টাগ্রাম)

একই ইন্ডাস্ট্রির অংশ হওয়ায় বিরাট-পত্নী অনুষ্কার সঙ্গেও বেশ ভাব রয়েছে আথিয়ার। বিদেশ সফরে গিয়ে একসঙ্গে ঘুরতে যেতেন তাঁরা।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
শুধু কোহলিই নন, রাহুলকে দামি উপহারে ভরিয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহির বাইকপ্রীতির কথা কারও অজানা নয়। নিজের বিশাল বাইক কালেকশন থেকে রাহুলকে কাওয়াসাকি নিনজা বাইকটি উপহার দিয়েছেন ধোনি।(ছবি:ইনস্টাগ্রাম)

শুধু কোহলিই নন, রাহুলকে দামি উপহারে ভরিয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহির বাইকপ্রীতির কথা কারও অজানা নয়। নিজের বিশাল বাইক কালেকশন থেকে রাহুলকে কাওয়াসাকি নিনজা বাইকটি উপহার দিয়েছেন ধোনি।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
বিয়ের পর এখনই হানিমুনে যাওয়ার প্ল্যান নেই রাহুল-আথিয়ার। এমনকী হচ্ছে না রিসেপশনও। আইপিএলের পর রিসেপশন ও হানিমুনে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন নবদম্পতি।(ছবি:ইনস্টাগ্রাম)

বিয়ের পর এখনই হানিমুনে যাওয়ার প্ল্যান নেই রাহুল-আথিয়ার। এমনকী হচ্ছে না রিসেপশনও। আইপিএলের পর রিসেপশন ও হানিমুনে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন নবদম্পতি।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
মুম্বইয়ের খান্ডালায় সুনীল শেট্টির খামারবাড়িতে বসেছিল স্বপ্নের বিয়ের আসর। বর, বধূ উভয়ের সাজ দারুণ পছন্দ হয়েছে অনুরাগীদের।(ছবি:ইনস্টাগ্রাম)

মুম্বইয়ের খান্ডালায় সুনীল শেট্টির খামারবাড়িতে বসেছিল স্বপ্নের বিয়ের আসর। বর, বধূ উভয়ের সাজ দারুণ পছন্দ হয়েছে অনুরাগীদের।(ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর সিরিজে মাঠে ফিরছেন রাহুল। গতবছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়া রাহুল ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ। সেই দুরাবস্থা কাটিয়ে উঠতে চাইবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।(ছবি:ইনস্টাগ্রাম)

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর সিরিজে মাঠে ফিরছেন রাহুল। গতবছর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়া রাহুল ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ। সেই দুরাবস্থা কাটিয়ে উঠতে চাইবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।(ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla