Haris Rauf: সহপাঠী হয়ে গেলেন জীবনসঙ্গী; চিনে নিন পাক তারকা পেসার হ্যারিস রউফের স্ত্রীকে

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে হ্যারিস ও তাঁর স্ত্রী-র কিছু ছবি ও ভিডিয়ো। ছেলেবেলার সহপাঠী মুজনা মাসুদ মালিকের (Muzna Masood Malik) সঙ্গে ইসলামাবাদে বিয়ে হয়েছে হ্যারিসের। চেনেন পাক তারকার সুন্দরী স্ত্রীকে?

| Edited By: | Updated on: Dec 29, 2022 | 9:00 AM
২৯ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। ইসলামাবাদে ছেলেবেলার সহপাঠীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হ্যারিস। পাক তারকার স্ত্রীর নাম মুজনা মাসুদ মালিক (Muzna Masood Malik)। (ছবি-ইন্সটাগ্রাম)

২৯ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। ইসলামাবাদে ছেলেবেলার সহপাঠীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হ্যারিস। পাক তারকার স্ত্রীর নাম মুজনা মাসুদ মালিক (Muzna Masood Malik)। (ছবি-ইন্সটাগ্রাম)

1 / 7
পাক সুপারস্টার হ্যারিস রউফ ও মুজনা মাসুদ মালিকের বিয়েতে তাঁদের দুই পরিবারের সদস্যরা হাজির ছিলেন। পাশাপাশি হ্যারিসের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যারিস রউফের বন্ধু ও জাতীয় দলের সতীর্থ শাহিন শাহ আফ্রিদি, প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিও। (ছবি-ইন্সটাগ্রাম)

পাক সুপারস্টার হ্যারিস রউফ ও মুজনা মাসুদ মালিকের বিয়েতে তাঁদের দুই পরিবারের সদস্যরা হাজির ছিলেন। পাশাপাশি হ্যারিসের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যারিস রউফের বন্ধু ও জাতীয় দলের সতীর্থ শাহিন শাহ আফ্রিদি, প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিও। (ছবি-ইন্সটাগ্রাম)

2 / 7
ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হ্যারিস রউফ। সোশ্যাল মিডিয়ায় এই নবদম্পতির ছবি ভাইরাল হতেই শুভেচ্ছাবার্তার ঢল বয়ে গিয়েছে। (ছবি-ইন্সটাগ্রাম)

ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হ্যারিস রউফ। সোশ্যাল মিডিয়ায় এই নবদম্পতির ছবি ভাইরাল হতেই শুভেচ্ছাবার্তার ঢল বয়ে গিয়েছে। (ছবি-ইন্সটাগ্রাম)

3 / 7
হ্যারিস রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক পেশায় ফ্যাশন মডেল। সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক ছবি রয়েছে। যদিও হ্যারিস সদ্য নেটদুনিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, তাঁর স্ত্রীর কোনও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ২৫ বছরের মুজনা ইন্টারন্যাশানাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস মিডিয়ার নিয়ে পড়াশুনা করেছেন। (ছবি-ইন্সটাগ্রাম)

হ্যারিস রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক পেশায় ফ্যাশন মডেল। সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিক ছবি রয়েছে। যদিও হ্যারিস সদ্য নেটদুনিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, তাঁর স্ত্রীর কোনও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ২৫ বছরের মুজনা ইন্টারন্যাশানাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে মাস মিডিয়ার নিয়ে পড়াশুনা করেছেন। (ছবি-ইন্সটাগ্রাম)

4 / 7
ছেলেবেলার দুই বন্ধুর সম্পর্ক পরবর্তীতে প্রেমের সম্পর্কে পরিণত হয়। মুজনা মালিকের হাতের মেহেন্দিতে দেখা যায় ‘HR 150’- এই লেখাটি। হ্যারিসের বল করার গতি এবং তাঁর নামের সাথে মিল রেখেই এমন মেহেন্দি করেন মুজনা। (ছবি-ইন্সটাগ্রাম)

ছেলেবেলার দুই বন্ধুর সম্পর্ক পরবর্তীতে প্রেমের সম্পর্কে পরিণত হয়। মুজনা মালিকের হাতের মেহেন্দিতে দেখা যায় ‘HR 150’- এই লেখাটি। হ্যারিসের বল করার গতি এবং তাঁর নামের সাথে মিল রেখেই এমন মেহেন্দি করেন মুজনা। (ছবি-ইন্সটাগ্রাম)

5 / 7
হ্য়ারিস রউফের পরনে ছিল সাদা শেরওয়ানি। তাঁর স্ত্রী পরেছিলেন সাদা লেহেঙ্গা। সেই লেহেঙ্গায় সোনালি রংয়ের কারুকার্যও ছিল। নব দম্পতির ফটোশুটের ছবিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। (ছবি-ইন্সটাগ্রাম)

হ্য়ারিস রউফের পরনে ছিল সাদা শেরওয়ানি। তাঁর স্ত্রী পরেছিলেন সাদা লেহেঙ্গা। সেই লেহেঙ্গায় সোনালি রংয়ের কারুকার্যও ছিল। নব দম্পতির ফটোশুটের ছবিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। (ছবি-ইন্সটাগ্রাম)

6 / 7
উল্লেখ্য, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের সদস্য ছিলেন হ্যারিস রউফ। সদ্য ইংল্য়ান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রউফের। যদিও চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান তিনি। এরই মাঝে সুখবর শোনালেন পাক তারকা রউফ। দেশের জার্সিতে এখনও অবধি ৫৭টি টি২০ ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন এবং ৫৬ রান করেছেন। ১৫টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ২৯টি উইকেটও নিয়েছেন। আর একমাত্র টেস্ট ম্যাচে খেলে ১টি উইকেট পেয়েছেন তিনি। (ছবি-ইন্সটাগ্রাম)

উল্লেখ্য, ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের সদস্য ছিলেন হ্যারিস রউফ। সদ্য ইংল্য়ান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রউফের। যদিও চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান তিনি। এরই মাঝে সুখবর শোনালেন পাক তারকা রউফ। দেশের জার্সিতে এখনও অবধি ৫৭টি টি২০ ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন এবং ৫৬ রান করেছেন। ১৫টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ২৯টি উইকেটও নিয়েছেন। আর একমাত্র টেস্ট ম্যাচে খেলে ১টি উইকেট পেয়েছেন তিনি। (ছবি-ইন্সটাগ্রাম)

7 / 7
Follow Us: