Premier League: লেস্টারের কাছে রোনাল্ডোদের হার, বার্নলের বিরুদ্ধে জয় ম্যান সিটির

লেস্টারের ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে লেস্টার সিটির (Leicester City) বিরুদ্ধে ৪-২ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। অন্যদিকে ইতিহাস স্টেডিয়ামে বার্নলের (Burnley) বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে গত বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ইপিএলে দুই ম্যাঞ্চেস্টারের দুই কাহিনী চলছে। একদিকে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ২-২ ড্রয়ের পর জয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

| Edited By: | Updated on: Oct 17, 2021 | 4:34 PM
ম্যাচের ১৯ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাসন গ্রিনউড (Mason Greenwood)। (ছবি- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচের ১৯ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাসন গ্রিনউড (Mason Greenwood)। (ছবি- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

1 / 6
রোনাল্ডোরদের বিরুদ্ধে লেস্টার সিটির হয়ে প্রথমে ৩১ মিনিটে সমতা ফেরান ইওরি টিলেমানস। এরপর ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান লেস্টারের চালার সুইয়ুনজু। ৮৩ মিনিটে জেমি ভার্ডি স্কোরলাইন ৩-২ করেন। (ছবি-লেস্টার সিটি টুইটার)

রোনাল্ডোরদের বিরুদ্ধে লেস্টার সিটির হয়ে প্রথমে ৩১ মিনিটে সমতা ফেরান ইওরি টিলেমানস। এরপর ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান লেস্টারের চালার সুইয়ুনজু। ৮৩ মিনিটে জেমি ভার্ডি স্কোরলাইন ৩-২ করেন। (ছবি-লেস্টার সিটি টুইটার)

2 / 6
লিন্ডেলফের পাস থেকে ম্যাচের ৮২ মিনিটে এক গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড (Marcus Rashford)। (ছবি- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

লিন্ডেলফের পাস থেকে ম্যাচের ৮২ মিনিটে এক গোল শোধ করেন মার্কাস রাশফোর্ড (Marcus Rashford)। (ছবি- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 6
প্যাটসন ডাকা (Patson Daka) জিম্বাবোয়ের প্রথম ফুটবলার যিনি প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করলেন। এবং, ম্যান ইউয়ের বিরুদ্ধে স্কোরলাইন ৪-২ করেন ডাকা। (ছবি-লেস্টার সিটি টুইটার)

প্যাটসন ডাকা (Patson Daka) জিম্বাবোয়ের প্রথম ফুটবলার যিনি প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করলেন। এবং, ম্যান ইউয়ের বিরুদ্ধে স্কোরলাইন ৪-২ করেন ডাকা। (ছবি-লেস্টার সিটি টুইটার)

4 / 6
 ইতিহাদ স্টেডিয়ামে বার্নলের বিরুদ্ধে ম্যাচের ১২ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন বের্নান্ডো সিলভা (Bernardo Silva)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ইতিহাদ স্টেডিয়ামে বার্নলের বিরুদ্ধে ম্যাচের ১২ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন বের্নান্ডো সিলভা (Bernardo Silva)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 6
৭০ মিনিটে বার্নলের বিরুদ্ধে দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৭০ মিনিটে বার্নলের বিরুদ্ধে দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

6 / 6
Follow Us: