AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best Sea Beaches of India: গরমের ছুটি কাটানোর সেরা ঠিকানা পাহাড় নয়! ভারতের এই ৭ সমুদ্র সৈকত, জানুন কেন

Best Sea Beaches of India: অনেকে হয়তো ভাবছেন সন্তানের গরমের ছুটিতে টুক করে কোথাও থেকে ঘুরে আসবেন। আপনি যদি সমুদ্র ভালবাসেন, তাহলে এই ৭টি সৈকত হল সেরা ঠিকানা।

| Updated on: May 17, 2025 | 6:17 PM
এই গরমে প্রতিদিনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে ছোট্ট একটা ট্রিপ করার কথা ভাবছেন অনেকেই। আবার অনেকে হয়তো ভাবছেন সন্তানের গরমের ছুটিতে অনেকেই টুক করে কোথাও থেকে ঘুরে আসবেন। আপনি যদি সমুদ্র ভালবাসেন, তাহলে এই ৭টি সৈকত হল সেরা ঠিকানা।

এই গরমে প্রতিদিনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে ছোট্ট একটা ট্রিপ করার কথা ভাবছেন অনেকেই। আবার অনেকে হয়তো ভাবছেন সন্তানের গরমের ছুটিতে অনেকেই টুক করে কোথাও থেকে ঘুরে আসবেন। আপনি যদি সমুদ্র ভালবাসেন, তাহলে এই ৭টি সৈকত হল সেরা ঠিকানা।

1 / 8
রাধানগর সৈকত, আন্দামান - তালিকার প্রথমে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাধানগর সৈকত। স্বচ্ছ নীল জলরাশি এবং সাদা বালির জন্য পরিচিত এই সৈকত প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। শান্ত পরিবেশ এবং শান্ত ঢেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ।

রাধানগর সৈকত, আন্দামান - তালিকার প্রথমে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাধানগর সৈকত। স্বচ্ছ নীল জলরাশি এবং সাদা বালির জন্য পরিচিত এই সৈকত প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। শান্ত পরিবেশ এবং শান্ত ঢেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ।

2 / 8
পালোলেম সৈকত, গোয়া - এরপরই রয়েছে গোয়ার পালোলেম সমুদ্র সৈকত। উত্তর গোয়ার জনাকীর্ণ সৈকতের ঠিক বিপরীতে এই বিচ। অর্ধচন্দ্রাকার উপকূলরেখার পাম গাছে ঘেরা। শান্ত জল, প্রাণবন্ত পরিবেশ, সঙ্গে স্থানীয় ক্যাফে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। করতে পারেন কায়াকিং। কপাল ভাল থাকলে চোখে পড়বে ডলফিনও।

পালোলেম সৈকত, গোয়া - এরপরই রয়েছে গোয়ার পালোলেম সমুদ্র সৈকত। উত্তর গোয়ার জনাকীর্ণ সৈকতের ঠিক বিপরীতে এই বিচ। অর্ধচন্দ্রাকার উপকূলরেখার পাম গাছে ঘেরা। শান্ত জল, প্রাণবন্ত পরিবেশ, সঙ্গে স্থানীয় ক্যাফে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। করতে পারেন কায়াকিং। কপাল ভাল থাকলে চোখে পড়বে ডলফিনও।

3 / 8
ভারকালা সৈকত, কেরালা - কেরালার ভারকালা সমুদ্র সৈকত আরেকটি রত্ন যা মিস করা উচিত নয়। এই সমুদ্র সৈকতটি তার অত্যাশ্চর্য পাহাড়ের জন্য বিখ্যাত যা আরব সাগরের মনোরম দৃশ্য উপস্থাপন করে। সোনালী বালি এবং প্রাকৃতিক ঝর্ণার অনন্য সংমিশ্রণ ভারকালাকে বিশ্রাম এবং আধ্যাত্মিক নিরাময় উভয়ের জন্যই একটি বিশেষ গন্তব্যস্থল করে তোলে। যোগব্যায়াম সেশন এবং আয়ুর্বেদিক চিকিৎসা এখানে বেশ জনপ্রিয়।

ভারকালা সৈকত, কেরালা - কেরালার ভারকালা সমুদ্র সৈকত আরেকটি রত্ন যা মিস করা উচিত নয়। এই সমুদ্র সৈকতটি তার অত্যাশ্চর্য পাহাড়ের জন্য বিখ্যাত যা আরব সাগরের মনোরম দৃশ্য উপস্থাপন করে। সোনালী বালি এবং প্রাকৃতিক ঝর্ণার অনন্য সংমিশ্রণ ভারকালাকে বিশ্রাম এবং আধ্যাত্মিক নিরাময় উভয়ের জন্যই একটি বিশেষ গন্তব্যস্থল করে তোলে। যোগব্যায়াম সেশন এবং আয়ুর্বেদিক চিকিৎসা এখানে বেশ জনপ্রিয়।

4 / 8
গোকর্ণ সমুদ্র সৈকত, কর্ণাটক - কর্ণাটকের গোকর্ণ সমুদ্র সৈকত সমুদ্র সৈকত প্রেমীদের জন্য হিডেন জেম। এই ছোট উপকূলীয় শহরটি সুন্দর সমুদ্র সৈকত এবং আধ্যাত্মিক অনুভূতির মিশ্রণ। কুডলে সমুদ্র সৈকত, ওম সমুদ্র সৈকত এবং প্যারাডাইস সমুদ্র সৈকত অবশ্যই দেখার মতো কিছু স্থান। গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য শান্তিপূর্ণ এবং আদর্শ পরিবেশ এই গোকর্ণ সমুদ্র সৈকত।

গোকর্ণ সমুদ্র সৈকত, কর্ণাটক - কর্ণাটকের গোকর্ণ সমুদ্র সৈকত সমুদ্র সৈকত প্রেমীদের জন্য হিডেন জেম। এই ছোট উপকূলীয় শহরটি সুন্দর সমুদ্র সৈকত এবং আধ্যাত্মিক অনুভূতির মিশ্রণ। কুডলে সমুদ্র সৈকত, ওম সমুদ্র সৈকত এবং প্যারাডাইস সমুদ্র সৈকত অবশ্যই দেখার মতো কিছু স্থান। গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য শান্তিপূর্ণ এবং আদর্শ পরিবেশ এই গোকর্ণ সমুদ্র সৈকত।

5 / 8
গণপতিপুলে সমুদ্র সৈকত, মহারাষ্ট্র - মহারাষ্ট্রের এই গণপতিপুলে সমুদ্র সৈকতের সৌন্দর্য্যে মন মুগ্ধ হতে বাধ্য। শান্ত পরিবেশ, স্বচ্ছ পরিষ্কার বালি এবং স্বচ্ছ জলের জন্য পরিচিত এই সৈকত। এই সমুদ্র সৈকত কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, কাছেই আছে প্রাচীন গণপতি মন্দির। তাই ধর্মীয় দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ এই স্থান।

গণপতিপুলে সমুদ্র সৈকত, মহারাষ্ট্র - মহারাষ্ট্রের এই গণপতিপুলে সমুদ্র সৈকতের সৌন্দর্য্যে মন মুগ্ধ হতে বাধ্য। শান্ত পরিবেশ, স্বচ্ছ পরিষ্কার বালি এবং স্বচ্ছ জলের জন্য পরিচিত এই সৈকত। এই সমুদ্র সৈকত কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, কাছেই আছে প্রাচীন গণপতি মন্দির। তাই ধর্মীয় দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ এই স্থান।

6 / 8
মহাবালিপুরম সৈকত, তামিলনাড়ু - তামিলনাড়ুর মহাবালিপুরম সমুদ্র সৈকত নাম তুলেছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায়। যা তার প্রাচীন পাথরে খোদাই করা মন্দির এবং ভাস্কর্যের জন্য পরিচিত। সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য তার সঙ্গে ইতিহাসের হাতছানি। এ যেন এক অদ্ভুত মিশ্রণ। রয়েছে সি সার্ফিং বা নৌকা চালানোর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসও।

মহাবালিপুরম সৈকত, তামিলনাড়ু - তামিলনাড়ুর মহাবালিপুরম সমুদ্র সৈকত নাম তুলেছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায়। যা তার প্রাচীন পাথরে খোদাই করা মন্দির এবং ভাস্কর্যের জন্য পরিচিত। সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য তার সঙ্গে ইতিহাসের হাতছানি। এ যেন এক অদ্ভুত মিশ্রণ। রয়েছে সি সার্ফিং বা নৌকা চালানোর মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসও।

7 / 8
পুরী সমুদ্র সৈকত, ওড়িশা - তালিকায় একদম শেষে থাকলেও ভারতের সেরার সেরা সমুদ্র সৈকতের তালিকায় কিন্তু থাকবেই বাঙালির 'দিপুদা'র পুরী। এই স্থানের মাহাত্ম্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে শীত-গ্রীষ্ম কিংবা বর্ষা, পুরীর সমুদ্র সৈকতে ঢুঁ কিন্তু মারতেই পারেন।

পুরী সমুদ্র সৈকত, ওড়িশা - তালিকায় একদম শেষে থাকলেও ভারতের সেরার সেরা সমুদ্র সৈকতের তালিকায় কিন্তু থাকবেই বাঙালির 'দিপুদা'র পুরী। এই স্থানের মাহাত্ম্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে শীত-গ্রীষ্ম কিংবা বর্ষা, পুরীর সমুদ্র সৈকতে ঢুঁ কিন্তু মারতেই পারেন।

8 / 8
Follow Us: