AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

International Destination: কম খরচে বিদেশ ভ্রমণ সম্ভব, রইল ৭ দেশের খোঁজ যেখানে ভারতীয় মুদ্রার মূল্য বেশি

International Travel: বিদেশ ভ্রমণ অনেক মধ্যবিত্ত বাঙালির কাছে স্বপ্নের মতো। কিন্তু অসাধ্য আর নয়। আজকাল অনেকেই পাড়ি দেন বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে। বাজেট যদি সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে এমনও দেশ রয়েছে, যেখানে কম খরচে ঘুরতে যেতে পারেন।

| Edited By: | Updated on: Sep 12, 2023 | 1:51 PM
Share
বিদেশ ভ্রমণ অনেক মধ্যবিত্ত বাঙালির কাছে স্বপ্নের মতো। কিন্তু অসাধ্য আর নয়। আজকাল অনেকেই পাড়ি দেন বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে। বাজেট যদি সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে এমনও দেশ রয়েছে, যেখানে কম খরচে ঘুরতে যেতে পারেন। এমনই ৭ ডেস্টিনেশনের সন্ধান খোঁজ রইল আপনার জন্য। 

বিদেশ ভ্রমণ অনেক মধ্যবিত্ত বাঙালির কাছে স্বপ্নের মতো। কিন্তু অসাধ্য আর নয়। আজকাল অনেকেই পাড়ি দেন বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে। বাজেট যদি সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে এমনও দেশ রয়েছে, যেখানে কম খরচে ঘুরতে যেতে পারেন। এমনই ৭ ডেস্টিনেশনের সন্ধান খোঁজ রইল আপনার জন্য। 

1 / 8
মধুচন্দ্রিমার জন্য আজকাল অনেকেই বালিকে বেছে নেন। কম খরচে বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা হতে পারে ইন্দোনেশিয়া। ভারতীয় ১ টাকা ১৮০ ইন্দোনেশিয়া রুপির সমান। তাছাড়া ভারতীয়দের ভিসা নিয়েও এদেশে কোনও সমস্যা নেই। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও এশিয়ার বিভিন্ন জায়গাকে হার মানাবে ইন্দোনেশিয়া।

মধুচন্দ্রিমার জন্য আজকাল অনেকেই বালিকে বেছে নেন। কম খরচে বিদেশ ভ্রমণের জন্য সেরা জায়গা হতে পারে ইন্দোনেশিয়া। ভারতীয় ১ টাকা ১৮০ ইন্দোনেশিয়া রুপির সমান। তাছাড়া ভারতীয়দের ভিসা নিয়েও এদেশে কোনও সমস্যা নেই। আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও এশিয়ার বিভিন্ন জায়গাকে হার মানাবে ইন্দোনেশিয়া।

2 / 8
ভারতীয়দের অন্যতম পছন্দের জায়গা ভিয়েতনাম। ভারতীয় ১ টাকা ২৮৫ ভিয়েতনামী ডংয়ের সমান। ভিয়েতনামের স্থাপত্য, স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেকেই পাড়ি দেন এখানে। তাছাড়া ভিয়েতনাম যাওয়ার বিমান খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। 

ভারতীয়দের অন্যতম পছন্দের জায়গা ভিয়েতনাম। ভারতীয় ১ টাকা ২৮৫ ভিয়েতনামী ডংয়ের সমান। ভিয়েতনামের স্থাপত্য, স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেকেই পাড়ি দেন এখানে। তাছাড়া ভিয়েতনাম যাওয়ার বিমান খরচ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। 

3 / 8
প্রতিবেশী শ্রীলঙ্কা ঘুরে দেখতে পারেন কম খরচে। সবুজ পাহাড় আর সমুদ্রে ঘেরা গোটা দেশ। রয়েছে ঐতিহাসিক স্থাপত্যও। ভারতীয় ১ টাকা ৩.৭৫ শ্রীলঙ্কান রুপির সমান। আর ভারত থেকে শ্রীলঙ্কাগামী বিমানের ভাড়াও কম। 

প্রতিবেশী শ্রীলঙ্কা ঘুরে দেখতে পারেন কম খরচে। সবুজ পাহাড় আর সমুদ্রে ঘেরা গোটা দেশ। রয়েছে ঐতিহাসিক স্থাপত্যও। ভারতীয় ১ টাকা ৩.৭৫ শ্রীলঙ্কান রুপির সমান। আর ভারত থেকে শ্রীলঙ্কাগামী বিমানের ভাড়াও কম। 

4 / 8
শ্রীলঙ্কার মতো আরও এক প্রতিবেশী দেশ নেপালও ঘোরা যায় কম খরচে। ভারতীয় ১ টাকা ১.৬ নেপালি রুপির সমান। পাহাড় প্রেমী হলে একবার নেপাল ঘুরে আসা দরকার। ভারতীয়দের ভিসারও প্রয়োজন পড়ে না এই দেশ। কিন্তু নেপাল ঘুরে দেখতে গেলে বেশ কয়েকবার সে দেশে যেতে হবে আপনাকে।

শ্রীলঙ্কার মতো আরও এক প্রতিবেশী দেশ নেপালও ঘোরা যায় কম খরচে। ভারতীয় ১ টাকা ১.৬ নেপালি রুপির সমান। পাহাড় প্রেমী হলে একবার নেপাল ঘুরে আসা দরকার। ভারতীয়দের ভিসারও প্রয়োজন পড়ে না এই দেশ। কিন্তু নেপাল ঘুরে দেখতে গেলে বেশ কয়েকবার সে দেশে যেতে হবে আপনাকে।

5 / 8
ইতিহাস, প্রযুক্তি, সংস্কৃতিতে আগাগোড়া মোড়া জাপান। আর প্রাকৃতিক সৌন্দর্যও মন ভোলানোর সঙ্গে। তার সঙ্গে রয়েছে জাপানের খাবার। কম খরচে জাপানও হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। জাপানের টাকা মূল্যও ভারতের চেয়ে কম। ভারতীয় ১ টাকা ১.৬ জাপানি ইয়ানের সমান। 

ইতিহাস, প্রযুক্তি, সংস্কৃতিতে আগাগোড়া মোড়া জাপান। আর প্রাকৃতিক সৌন্দর্যও মন ভোলানোর সঙ্গে। তার সঙ্গে রয়েছে জাপানের খাবার। কম খরচে জাপানও হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। জাপানের টাকা মূল্যও ভারতের চেয়ে কম। ভারতীয় ১ টাকা ১.৬ জাপানি ইয়ানের সমান। 

6 / 8
কম খরচে যেতে পারেন হাঙ্গেরি। হাঙ্গেরির সংস্কৃতিতে মিশে রয়েছে রোম, তুর্কির ইতিহাস। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, বিশ্বের রোম্যান্টিক শহরগুলোর মধ্যে অন্যতম। ভারতীয় ১ টাকা ৪.১ হাঙ্গেরিয়ান ফরিন্টের সমান। 

কম খরচে যেতে পারেন হাঙ্গেরি। হাঙ্গেরির সংস্কৃতিতে মিশে রয়েছে রোম, তুর্কির ইতিহাস। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, বিশ্বের রোম্যান্টিক শহরগুলোর মধ্যে অন্যতম। ভারতীয় ১ টাকা ৪.১ হাঙ্গেরিয়ান ফরিন্টের সমান। 

7 / 8
সমুদ্রের তীরে, সবুজ জঙ্গলের মধ্যে ছুটিতে কাটাতে চান? দেখতে পাবেন ভলক্যানোও? তাহলে কম খরচে যেতে পারেন কোস্টারিকা। ভারতীয় ১ টাকা ৬.৫ কোস্টারিকান কোলোনের সমান। 

সমুদ্রের তীরে, সবুজ জঙ্গলের মধ্যে ছুটিতে কাটাতে চান? দেখতে পাবেন ভলক্যানোও? তাহলে কম খরচে যেতে পারেন কোস্টারিকা। ভারতীয় ১ টাকা ৬.৫ কোস্টারিকান কোলোনের সমান। 

8 / 8