মাংস ভাল করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন-হলুদ-আদা-রসুন-কিশমিশের পেস্ট, টকদই, ৪ চামচ সরষের তেল আর কাশ্মীরী লঙ্কা গুঁড়ো মিশিয়ে ম্যারিনেট করে রাখুন ১ ঘন্টা।
এবার ওর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে কষাতে থাকুন। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে
আগে থেকে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে তা মিক্সিতে বেটে রাখুন। এবার তা মাংসের মধ্যে মিশিয়ে দিন
কষতে কষতেই ওর মধ্যে এক কাপ গরম জল মিশিয়ে দিতে হবে। আবার কড়াই ঢেকে রাখুন।
জল টেনে আসলেই গ্যাস বন্ধ করে দিন। একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন।
গরম ভাতে গরম গরম পরিবেশন করুন মাংসের গড়গড়া। সঙ্গে পাতিলেবু, কাঁচালঙ্কা আর পেঁয়াজের স্লাইস রাখতে ভুলবেন না।
বাড়িতে বানানো কাজু, কিশমিশ আর ড্রাইফ্রুটস দিয়ে সাদা মিষ্টি পোলাও এর সঙ্গে এই চিকেন খেতে খুবই ভাল লাগে।
বাড়িতে কোনও অতিথি এলে চটজলদি বানিয়ে দিতে পারেন।