Facial Hair: অবাঞ্ছিত লোমে ভরেছে মুখ? চোখ বন্ধ করে ভরসা করুন এই ঘরোয়া টোটকায়, ফল পাবেনই
Face Waxing: মুখের অবাঞ্ছিত লোম দূর করতে বেসন ও দইয়ের সাহায্যও নিতে পারেন। এর জন্য বেসনের মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং তাতে এক চিমটি হলুদও মিশিয়ে নিন। তারপর এই পেস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটু শুকাতে শুরু করলে, ঘষে ঘষে মুখ ধুয়ে নিন।
Most Read Stories