ত্বকের যত্নে একাই একশো পিল অফ মাস্ক, জেনে নিন বাড়িতে কীভাবে বানাবেন

Peel Off Mask: চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও দিতে পারেন। এ বার মিশ্রণটি হালকা গরম করে নিন। এরপর ঠান্ডা করে মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে দিন। দেখবেন শুকিয়ে গেলে চামড়ায় টান ধরবে। তখন আস্তে আস্তে তুলে নিন। পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।

| Updated on: Mar 17, 2024 | 8:45 AM
উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে রূপচর্চা মাস্ট। আজকাল রূপচর্চার  নিত্যনতুন পদ্ধতি বেড়িয়ে গিয়েছে। যার মধ্যে অন্যতম পিল অফ মাস্ক। (ছবি:Pinterest)

উজ্জ্বল, সুন্দর ত্বক পেতে রূপচর্চা মাস্ট। আজকাল রূপচর্চার নিত্যনতুন পদ্ধতি বেড়িয়ে গিয়েছে। যার মধ্যে অন্যতম পিল অফ মাস্ক। (ছবি:Pinterest)

1 / 8
অনেকেই ত্বকের যত্নে এই পিল অফ মাস্ক ব্যবহার করে থাকেন। শুষ্কতা মিটিয়ে ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে এই মাস্ক। (ছবি:Pinterest)

অনেকেই ত্বকের যত্নে এই পিল অফ মাস্ক ব্যবহার করে থাকেন। শুষ্কতা মিটিয়ে ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে এই মাস্ক। (ছবি:Pinterest)

2 / 8
পাশাপাশি পিল অফ মাস্ক ত্বকের আর্দ্রতা মেটায়। পাশাপাশি ত্বকের মৃতকোষ দূর করে। এ ছাড়া মেটায় ফুসকুড়ি ও ব্রণর সমস্যাও। (ছবি:Pinterest)

পাশাপাশি পিল অফ মাস্ক ত্বকের আর্দ্রতা মেটায়। পাশাপাশি ত্বকের মৃতকোষ দূর করে। এ ছাড়া মেটায় ফুসকুড়ি ও ব্রণর সমস্যাও। (ছবি:Pinterest)

3 / 8
নিয়মিত পিল অফ মাস্ক ব্যবহার করলে বলিরেখার সমস্যাও মেটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মাস্ক। (ছবি:Pinterest)

নিয়মিত পিল অফ মাস্ক ব্যবহার করলে বলিরেখার সমস্যাও মেটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মাস্ক। (ছবি:Pinterest)

4 / 8
চাইলে বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারেন এই মাস্ক। এটি বানাতে লাগবে জিলেটিন পাউডার, দুধ, মধু, এসেনশিয়াল অয়েল। (ছবি:Pinterest)

চাইলে বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারেন এই মাস্ক। এটি বানাতে লাগবে জিলেটিন পাউডার, দুধ, মধু, এসেনশিয়াল অয়েল। (ছবি:Pinterest)

5 / 8
 প্রথমে একটি ছোট বাটিতে জিলেটিন পাউডার নিয়ে নিন। এ বার তাতে দুধ মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে নিন। তাতে মধু দিন। (ছবি:Pinterest)

প্রথমে একটি ছোট বাটিতে জিলেটিন পাউডার নিয়ে নিন। এ বার তাতে দুধ মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করে নিন। তাতে মধু দিন। (ছবি:Pinterest)

6 / 8
চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও দিতে পারেন। এ বার মিশ্রণটি হালকা গরম করে নিন। এরপর ঠান্ডা করে মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও দিতে পারেন। এ বার মিশ্রণটি হালকা গরম করে নিন। এরপর ঠান্ডা করে মুখে লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

7 / 8
কিছুক্ষণ রেখে দিন। দেখবেন শুকিয়ে গেলে চামড়ায় টান ধরবে। তখন আস্তে আস্তে তুলে নিন। পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

কিছুক্ষণ রেখে দিন। দেখবেন শুকিয়ে গেলে চামড়ায় টান ধরবে। তখন আস্তে আস্তে তুলে নিন। পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: